গোঁ ছেড়ে অবশেষে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন টি আর জেলিয়াং। সরে এলেন সরকার গড়ার দাবি থেকেও। মূলত বিজেপির প্রবল চাপেই তিনি অবস্থান বদল করলেন বলে রাজ্যের রাজনৈতিক সূত্রের খবর।
জেলিয়াংয়ের পদত্যাগের ফলে রাজ্যপালের কাজ সহজ হয়ে গেল। নেফিয়ু রিওর দাবি মেনে তাঁকে সরকার গড়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ৮ মার্চ রিও শপথ নেবেন। ১৬ মার্চের মধ্যে রাজ্যপাল তাঁকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন।
শেষ মুহূর্ত পর্যন্ত বিজেপিকে সঙ্গে পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন জেলিয়াং। প্রথমে পুরনো বন্ধুত্বের দোহাই পেড়ে। তার পর কার্যত ‘ব্ল্যাকমেল’ করে। তাঁকে সরকার গড়তে না দিলে মণিপুরের বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দেন তিনি। সূত্রের খবর, এর পরেই চরম মনোভাব নিয়ে বিজেপি নেতৃত্ব জেলিয়াংকে সতর্ক করেন। প্রয়োজনে এনপিএফ ভেঙে বিধায়ক নিয়ে নেওয়ার হুমকিও দেওয়া হয় তাঁকে। বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা প্রকাশ্যেই জানিয়ে দেন, এনপিএফের সঙ্গে এত বছরের মিত্রতা বিজেপি ছিন্ন করছে। এর পরে জেলিয়াঙের সামনে আর কোনও পথ খোলা ছিল না। পদত্যাগ করে তিনি বলেন, ‘‘নাগাল্যান্ডবাসী আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। নতুন সরকারকে বিরোধী হিসেবে সব ধরনের সাহায্য করব।’’