পরিচারক দম্পতির ভরসায় বাড়ি ছেড়ে মন্দির দর্শনে গিয়েছিলেন ব্যবসায়ী। সেই সুযোগে সস্ত্রীক সেই পরিচারক বাড়ি ফাঁকা করে পালালেন। বাড়ি ফিরে চক্ষু চড়কগাছে ব্যবসায়ীর। অভিযোগ, সোনাদানা, নগদ টাকা-সহ প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা চুরি করে পালিয়ে গিয়েছেন নেপালি দম্পতি। শুধু তাই নয়, বাড়ি ছাড়ার আগে তাঁরা নিয়ে গিয়েছেন মালিকের লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটিও। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।
বেঙ্গালুরুর লাল বাহাদুর শাস্ত্রী নগরের বাসিন্দা এস রমেশ বাবু পেশায় ব্যবসায়ী। তা ছাড়া ওই এলাকায় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি। তিনি জানান, গত ২৭ মে পরিবারকে নিয়ে তিরুপতি মন্দির দর্শনে গিয়েছিলেন। পরের দিনই বাড়ি ফেরেন। কিন্তু বাড়ির অবস্থা দেখে চোখ কপালে ওঠে সকলের। সমস্ত ঘর লন্ডভন্ড, আলমারি ফাঁকা! যে দম্পতি খোঁজ বাড়ির দেখভালের দায়িত্বে ছিলেন, তাঁরাও উধাও। সঙ্গে সঙ্গে থানায় যান ব্যবসায়ী।
পুলিশি তদন্তে উঠে আসে নাম-পরিচয় পাল্টে ওই বাড়িতে তিন মাস ছিলেন এক নেপালি দম্পতি। তাঁরা যে পরিচয়পত্র দিয়েছেন, সেগুলো জাল। তদন্তকারীদের সন্দেহ, দম্পতির সঙ্গে চুরিতে জড়িত আছেন তৃতীয় কোনও ব্যক্তি। অন্য দিকে, ব্যবসায়ী ‘আবিষ্কার’ করেন বাড়ির দু’দিনের সিসিটিভি ফুটেজ নেই। তিনি জানান, তাঁর স্মার্টফোনের সঙ্গে বাড়ির সিসি ক্যামেরার সংযোগ করে রেখেছিলেন। কিন্তু গত ২৮ মে ‘অফলাইন’ হয়ে যায় সেটা। তখন তিনি বাইরে। ভেবেছিলেন বাড়িতে হয়তো লোডশেডিং হয়েছে। কিন্তু বাড়ি ফিরে ভুল ভাঙে। তিনি বলেন, ‘‘আমার এক বন্ধু ফোন করে জানায়, ও আমাদের বাড়ি এসেছিল গত ২৮ মে সকালে। ও দেখে বাড়ির মূল দরজা খোলা। আর যে দু’জন নিরাপত্তাকর্মী ছিলেন, তাঁরা কেউ নেই!’’ তাঁর অভিযোগ, ‘‘বাড়ি ফিরে দেখি, সমস্ত কিছু ওলটপালট হয়ে পড়ে রয়েছে। টাকাপয়সা, গয়নাগাটি কিচ্ছু নেই! সব মিলিয়ে ১ কোটি ৮০ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে। আমার লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটাও চুরি গিয়েছে!’’
আরও পড়ুন:
বাড়িমালিককে নেপালি দম্পতি জানিয়েছিলেন তাঁদের নাম রাজ ও দীপা। পুলিশ মনে করছে, ওই দম্পতির সঙ্গে তৃতীয় কোনও ব্যক্তি এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত। অভিযুক্তদের খোঁজে একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৩০৬ ধারায় মামলা রুজু হয়েছে।