তৃণমূল ‘ঘনিষ্ঠ’ কামারহাটির বাসিন্দা জয়ন্ত সিংহের ‘বেআইনি’ বাড়ি ভাঙার জন্য পদক্ষেপ করল পুরসভা। জানা যাচ্ছে, ইতিমধ্যে কামারহাটি পুরসভার তরফে ই-টেন্ডার ডাকা হয়েছে। বস্তুত, বাড়ি ভাঙার জন্য পুরসভাকে আর বাড়তি সময় দিতে রাজি হয়নি কলকাতা হাই কোর্ট। গত সপ্তাহেই আদালতের নির্দেশ ছিল। চার সপ্তাহের মধ্যে প্রাসাদোপম বাড়িটি ভেঙে ফেলতে হবে। তার পরেই এই পদক্ষেপ।
যদিও জয়ন্তের বাড়ি ভাঙার বিষয়ে পুরসভার পদক্ষেপ বা দরপত্রের আহ্বান নিয়ে মুখ খুলতে চাননি চেয়ারম্যান গোপাল সাহা। সরকারি ভাবে মুখ খুলতে নারাজ পুরসভার আধিকারিকরাও। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুর আধিকারিক জানিয়েছেন, টেন্ডারে কম খরচে হবে, এমন কারও দরপত্রই গ্রাহ্য করবে পুরসভা।
কামারহাটি এলাকায় একটি ডোবা ভরাট করে জয়ন্ত সুবিশাল সাদা রঙের বাড়িটি তৈরি করেছিলেন বলে অভিযোগ। দীর্ঘদিন ওই এলাকায় দাপট বজায় রাখলেও গত বছর এক ব্যক্তিকে মারধরের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। ঘটনাক্রমে পুলিশ-প্রশাসন জয়ন্তের বিরুদ্ধে পদক্ষেপ করে। তখনই বেআইনি ভাবে নির্মিত এই বাড়ি তৈরির বিষয়টি সামনে এসেছিল।
আরও পড়ুন:
কামারহাটির প্রতাপ রুদ্র লেনের উপর সাদা রঙের বাড়িটি সম্পর্কে কোনও রেকর্ড ছিল না পুরসভার কাছে। পরবর্তী সময়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছ থেকে পাওয়া রেকর্ডে দেখা যায়, জমিটি জনৈক দিলীপ মুখোপাধ্যায়ের নামে। এর মধ্যে কিছু দিন আগে আড়িয়াদহের জয়ন্তের বেআইনি সাদা অট্টালিকা ভাঙার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কামারহাটি পুরসভা সময়সীমা বাড়ানোর আবেদন জানালে বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, ‘‘এক মাসের মধ্যে অনেক কিছু করা যায়। অন্ততপক্ষে ২টি তলা ভাঙুন। তারপরে এসে সময় চান, নিশ্চয় বাড়িয়ে দেব। এমন পদক্ষেপ নিন, যাতে আমরা বুঝতে পারি আপনাদের কাজ করার সদিচ্ছা রয়েছে।’’