Advertisement
E-Paper

ভাড়া কমিয়ে বিমানকে আম আদমির করতে চাইছে কেন্দ্র

দেশজুড়ে বিমান পরিষেবাকে সাধারণের নাগালে আনতে এক গুচ্ছ পদক্ষেপ করতে চলেছে বিমানমন্ত্রক। বিমানের ভাড়া কমানো, অব্যবহৃত বিমানবন্দরগুলি ফের চালু করা-সহ একাধিক প্রস্তাব রাখা হচ্ছে মন্ত্রকের খসড়া প্রস্তাবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৫ ১৪:০৪

দেশজুড়ে বিমান পরিষেবাকে সাধারণের নাগালে আনতে এক গুচ্ছ পদক্ষেপ করতে চলেছে বিমানমন্ত্রক। বিমানের ভাড়া কমানো, অব্যবহৃত বিমানবন্দরগুলি ফের চালু করা-সহ একাধিক প্রস্তাব রাখা হচ্ছে মন্ত্রকের খসড়া প্রস্তাবে।

খসড়া প্রস্তাবে প্রস্তাব দেওয়া হয়েছে, টিকিটের দাম যেন কোনও ভাবেই ২৫০০ টাকার বেশি না হয়। ভাল পরিষেবা দিতে পারলে বিমান সংস্থাগুলির জন্য থাকছে সরকারি পুরস্কার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অশোক গজপতি রাজু বলেন, “আমরা অনেকের কাছ থেকে মতামত নিয়েছি। আরও মতামত নেওয়া হবে। প্রত্যেক বিমান সংস্থার সঙ্গে একটা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি করা হবে।” বিমান পরিবহণ সচিব রাজিব চৌবের মতে, “নতুন খসড়া প্রস্তাবের মূল উদ্দেশ্যই হল সাধারণ মানুষকে আরও বেশি করে বিমানে চড়তে উদ্বুদ্ধ করা। দেশের মধ্যে ৪৩০টি এয়ারস্ট্রিপ রয়েছে। এর মধ্যে মাত্র ৯০টি ব্যবহার হচ্ছে। আমাদের লক্ষ্য আরও অন্তত ৩০০টিকে ব্যবহার করা।” সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেশ কয়েকটি অব্যবহৃত এয়ারস্ট্রিপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। নতুন প্রস্তাব কার্যকর হলে তাঁর সেই প্রকল্প আরও গতি পাবে বলেও আশা করা হচ্ছে।

Aviation policy Draft Air ticket Cheaper Common people Affordable
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy