সেনাবাহিনীর জন্য ১ লক্ষ ৬৬ হাজারের বেশি বন্দুক কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক। অস্ত্রশস্ত্র কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী মন্ত্রকের যে পরিষদ, সেই ‘ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল’ (ডিএসি) মঙ্গলবার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে।
৭২ হাজার ৪০০টি অ্যাসল্ট রাইফেল এবং ৯৩ হাজার ৮৯৫টি ক্লোজ-কোয়ার্টার ব্যাটল কার্বাইন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিন এবং পাকিস্তান সীমান্তে মোতায়েন থাকা বাহিনীর চাহিদার কথা মাথায় রেখেই এই বিপুল অস্ত্রসম্ভার কেনার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর।
বহু বছর ধরেই সেনাবাহিনী নতুন কার্বাইন এবং অ্যাসল্ট রাইফেল কেনার দাবি জানিয়ে আসছে। সে প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু মাত্র একটি সংস্থা প্রস্তাব জমা দেয়। তাই ২০১৬ সালে সরকার বন্দুক কেনার প্রক্রিয়া থামিয়ে দেয়। কিন্তু পরিস্থিতির প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আর দেরি করতে চাইছে না মন্ত্রক। তাই প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বাধীন ডিএসি এ দিন ৩ হাজার ৫৪৭ কোটি টাকা ব্যয়ে ১ লক্ষ ৬৬ হাজারেরও বেশি বন্দুক কেনার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে।