আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের চরম চাপানউতোর চলছে। ৫০ শতাংশ শুল্কের খাঁড়া ঝুলছে ভারতীয় পণ্যের উপর। এই পরিস্থিতিতে আজ ভারত আশা প্রকাশ করেছে, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লি তার সামগ্রিক কৌশলগত সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কথায়, “ভারত ও আমেরিকার মধ্যে একটি বিস্তৃত আন্তর্জাতিক কৌশলগত অংশিদারিত্ব রয়েছে, যা অভিন্ন স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সম্পর্কের ভিতের উপর প্রতিষ্ঠিত।” তিনি জানান, এই অংশীদারিত্ব এত দিনে বেশ কিছু পরিবর্তন এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েও টিকে রয়েছে।
জয়সওয়ালের কথায়, “দুই দেশ যে যে কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তার উপরই মনোনিবেশ করছি এবং আমরা আশা করি পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাবে।” একই ভাবে ভারত-আমেরিকা সামরিক সম্পর্ক যে জোরদার রয়েছে, এমন দাবিও আজ করেছেন জয়সওয়াল। তিনি বলেন, “মৌলিক প্রতিরক্ষা চুক্তির উপর ভিত্তি করে তৈরি ভারত আমেরিকা প্রতিরক্ষা অংশিদারিত্ব দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই মাসেই আমেরিকার প্রতিরক্ষা বিভাগের একটি দল দিল্লিতে আসবে। একুশতম যৌথ সামরিক মহড়া এই মাসের শেষে আলাস্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।” তিনি জানিয়েছেন, মাসের শেষে একটি টু প্লাস টু (বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে) বৈঠকেরও প্রস্তাব করা হয়েছে, যা প্রতিরক্ষা এবং কৌশলগত অংশিদারিত্বকে আরও জোরদার করবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)