Advertisement
E-Paper

মোদীর ভরসা নয়া আমলারা

রাজ্যে পাঠানোর আগে নতুন আইএএস অফিসারদের কেন্দ্রে তিন মাস কাজ করানোর পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। আজ থেকে ২০১৫-র ব্যাচের অফিসাররা অতিরিক্ত সচিব হিসেবে কাজে যোগ দিয়েছেন। বিভিন্ন মহলে আপত্তি উপেক্ষা করে ১ জুলাই থেকে জিএসটি চালু করেছেন মোদী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ১২:৫০
নতুন আইএএস অফিসারদের কেন্দ্রে তিন মাস কাজ করানোর পরিকল্পনা নিয়েছেন নরেন্দ্র মোদী।—ফাইল চিত্র।

নতুন আইএএস অফিসারদের কেন্দ্রে তিন মাস কাজ করানোর পরিকল্পনা নিয়েছেন নরেন্দ্র মোদী।—ফাইল চিত্র।

রাজ্যে পাঠানোর আগে নতুন আইএএস অফিসারদের জিএসটি-র পাঠ পড়িয়ে দিতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। সরকারের পরিকল্পনা, ২০১৫-র ব্যাচের অফিসারদের আগামী তিন মাস জিএসটি মসৃণ ভাবে চালু করার কাজে লাগানো হবে। এর ফলে তাঁরা জিএসটি সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল হয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারে কাজ করে রাজ্যে গেলে তাঁদের সুবিধা হবে।

রাজ্যে পাঠানোর আগে নতুন আইএএস অফিসারদের কেন্দ্রে তিন মাস কাজ করানোর পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। আজ থেকে ২০১৫-র ব্যাচের অফিসাররা অতিরিক্ত সচিব হিসেবে কাজে যোগ দিয়েছেন। বিভিন্ন মহলে আপত্তি উপেক্ষা করে ১ জুলাই থেকে জিএসটি চালু করেছেন মোদী। এই প্রেক্ষাপটেই মোদী আজ তরুণ আইএএস-দের বলেছেন, পরিবর্তন আনতে গেলে নির্ভীক হওয়া দরকার। মোদী বলেন, দেশের যতখানি উন্নতি হওয়ার কথা ছিল, তা হয়নি। ভারতের পরে স্বাধীন হয়েও, অনেক কম সম্পদ নিয়ে অন্যান্য দেশ বেশি এগিয়ে গিয়েছে।

কর্মীবর্গ দফতরের সচিব অজয় মিত্তল বলেন, ‘‘জিএসটি ছাড়াও নগদহীন অর্থনীতির মতো যে সব ক্ষেত্র সরকারের অগ্রাধিকারে রয়েছে, আগামী তিন মাস এই অফিসারেরা সে দিকে নজর রেখে কাজ করবেন।’’

Narendra Modi IAS officers নরেন্দ্র মোদী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy