Advertisement
E-Paper

ঘুরে দাঁড়ানোর আহ্বান সুস্মিতার

অসমে পঞ্চায়েত নির্বাচনেই কংগ্রেসকে ঘুরে দাঁড়ানোর ডাক দেওয়া হল। আজ হাইলাকান্দির রবীন্দ্র ভবনে এক দলীয় সভায় সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বরা, প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ, গৌতম রায়, অজিত সিংহ এমনই আহ্বান জানালেন।

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০৩:২৯

অসমে পঞ্চায়েত নির্বাচনেই কংগ্রেসকে ঘুরে দাঁড়ানোর ডাক দেওয়া হল। আজ হাইলাকান্দির রবীন্দ্র ভবনে এক দলীয় সভায় সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বরা, প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ, গৌতম রায়, অজিত সিংহ এমনই আহ্বান জানালেন। পঞ্চায়েত নির্বাচনকে যুদ্ধ হিসেবে বিবেচনার কথা বললেন তাঁরা।

জেলা কংগ্রেস সভাপতি অশোক দত্তগুপ্তের সভাপতিত্বে কংগ্রসের মতবিনিময় সভায় বরাকের তিন জেলার দলীয় নেতারা উপস্থিত ছিলেন। সুস্মিতাদেবী অসমে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর স্বার্থে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও ইউডিএফ-কে নিশ্চিহ্ন করার ডাক দেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদী শুধু সংবাদমাধ্যমে ভাষণ দেন। শিলচরে এসে তিনি বলেছিলেন, অসমে কোনও ডিটেনশন ক্যাম্প থাকবে না। ক্ষমতায় আসার পর তেমন কিছুই করেননি তিনি। উল্টে বিদেশির সংখ্যা বেড়েছে।’’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘‘মোদী সরকার সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এসেছে। কিন্তু তাতে হিন্দু বাঙালিরা নাগরিকত্ব পাবেন না।’’ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সমালোচনা করে সুস্মিতাদেবী বলেন, ‘‘বরাকের লোকেরা কবে পাসপোর্ট পাবেন, তা কি বিদেশমন্ত্রী বলতে পারবেন?’’ কেন্দ্রীয় সরকারের ‘পতনের ঘণ্টা’ বাজাতে পঞ্চায়েত নির্বাচনকে যুদ্ধ হিসেবে গ্রহণ করতে বলেন।

প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ আশাপ্রকাশ করে বলেন, ‘‘অসমে কংগ্রেস ফের ঘুরে দাঁড়াবে। বিজেপিকে হারাতে হলে ইউডিএফকে পরাস্ত করতে হবে। ওই দু’টি দল গোপন বোঝাপড়া করে কংগ্রেসকে হারিয়েছে।’’ বদরউদ্দিন আহমেদকে তিনি বিজেপির এজেন্ট বলে চিহ্নিত করেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বরা সর্বানন্দ সানোয়াল সরকারের সমালোচনা করে বলেন, ‘‘ওই দল মানুষের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে। দু’মাস যেতে না যেতেই জনতার মোহভঙ্গ হয়েছে।’’ গৌতম রায়, হিলালউদ্দিন লস্কর, সামসুদ্দিন বড়লস্কর বরাকের তিন জেলার একটিতে জেলা কংগ্রেস সভাপতি হিসেবে মুসলিম নেতাকে বসানোর প্রসঙ্গ তোলেন। প্রাক্তন বিধায়ক রাহুল রায়, করিমগঞ্জের বিধায়ক কললাক্ষ দে পুরকায়স্থ, বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ সভায় বিপুল সংখ্যক দলীয় কর্মীর উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

Congress Assam Sumita deb
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy