Advertisement
E-Paper

বাজপেয়ীর স্মৃতিতে ১০০ টাকার কয়েন চালু করলেন মোদী

১৯৯৬ সালে ১৩ দিনের জন্য, ১৯৯৮ সালে ১৩ মাসের জন্য এবং ১৯৯৯ থেকে প্রায় ছ’বছরের জন্য মোট তিন দফায় দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৫:০৩
অনুষ্ঠানের মঞ্চে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। ছবি: পিটিআই।

অনুষ্ঠানের মঞ্চে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। ছবি: পিটিআই।

চলে গিয়েছেন অটল বিহারি বাজপেয়ী। আগামী কাল তাঁর জন্মবার্ষিকী। তার একদিন আগে, তাঁর নামে ১০০ টাকার স্মারক মুদ্রা চালু করল কেন্দ্র সরকার। সোমবার রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে মুদ্রাটি প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন, অর্থমন্ত্রী অরুণ জেটলি, সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী মহেশ শর্মা, বিজেপির সর্বভারতীয় সভাপিত অমিত শাহ এবং বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণীও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। সেখানে মোদী বলেন, “অসম্ভব ভাল বক্তা ছিলেন বাজপেয়ী। বিরোধী থাকাকালীন কখনও চুপ করে বসে থাকেননি।সাধারণ মানুষের অধিকার নিয়ে বরাবরই সরব ছিলেন তিনি। এখনকার রাজনৈতিক পরিস্থিতি আলাদা। দু’-পাঁচ বছর ক্ষমতায় না থাকলেই অধৈর্য্য হয়ে পড়েন মানুষ।’’

নতুন ১০০ টাকার কয়েনটি ওজনে ৩৫ গ্রাম। একপিঠে হিন্দি ও ইংরেজিতে বাজপেয়ীর নাম খোদিত রয়েছে। বসানো রয়েছে তাঁর ছবিও। যার নীচে তাঁর জীবনকাল, ১৯২৪ থেকে ২০১৮ সালের উল্লেখ রয়েছে। উল্টো পিঠে রয়েছে অশোক স্তম্ভ। তার নীচে হিন্দিতে লেখা রয়েছে ‘সত্য মেব জয়তে’।

বাজপেয়ীর নামে নতুন ১০০ টাকার কয়েন। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

আরও পড়ুন: রথযাত্রা চেয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা বিজেপির​

আরও পড়ুন: ঘন কুয়াশায় ঢাকা রাস্তায় পর পর ৫০ গাড়ির ধাক্কা, সাত জনের মৃত্যু​

১৯৯৬ সালে ১৩ দিনের জন্য, ১৯৯৮ সালে ১৩ মাসের জন্য এবং ১৯৯৯ থেকে প্রায় ছ’বছরের জন্য মোট তিন দফায় দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ী। এ বছর ১৬ অগস্ট ৯৬ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। তার পর তাঁর নামে বেশ কিছু জায়গার নামকরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, হিমালয় পর্বতমালার চারটি শৃঙ্গ। গঙ্গোত্রী হিমবাহের কাছে আবিষ্কৃত চারটি নয়া শৃঙ্গের নাম রাখা হয়েছে যথাক্রমে, অটল ১, অটল ২, অটল ৩ এবং অটল ৪। ছত্তীসগঢ়ের নয়া রাজপুর এলাকার নাম পাল্টে করা হয়েছে অটল নগর।

Atal Bihari Vajpayee New Coin Narendra Modi Modi Government Currency
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy