Advertisement
E-Paper

উত্তরপ্রদেশে বিজেপির ঝুলি ভরে দিল চাণক্য!

কোনও হাড্ডাহাড্ডি লড়াই নয়। বেশিরভাগ এগজিট পোলের ফলাফলই উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবের মুখ কালো করে দেওয়ার পক্ষে যথেষ্ট। প্রায় সব এগজিট পোলের ফলাফলেই বলছে, আসন জেতার দৌড়ে সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটের চেয়ে অনেকটাই এগিয়ে থাকার সম্ভাবনা বিজেপি-র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ২২:১১

কোনও হাড্ডাহাড্ডি লড়াই নয়। বেশিরভাগ এগজিট পোলের ফলাফলই উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবের মুখ কালো করে দেওয়ার পক্ষে যথেষ্ট। প্রায় সব এগজিট পোলের ফলাফলেই বলছে, আসন জেতার দৌড়ে সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটের চেয়ে অনেকটাই এগিয়ে থাকার সম্ভাবনা বিজেপি-র।

বিজেপি সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে নিউজ-২৪-চাণক্যের এগজিট পোলের ফলাফলে। ওই ফলাফল জানাচ্ছে, ৪০৩ সদস্যের উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপি পেতে চলেছে ২৮৫টি আসন। কংগ্রেসের সঙ্গে জোট গড়েও বড়জোড় ৮৮টি আসন পেতে চলেছে সমাজবাদী পার্টি (সপা)। মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বিএসপি) ঝুলিতে যেতে পারে ২৭টি আসন। ফলে, পুরোপুরি নিজের ক্ষমতাতেই বিজেপি আসতে পারে লখনউয়ের মসনদে। ইন্ডিয়া টিভি-সিভোটারের এগজিট পোল অবশ্য অতটা নম্বর দেয়নি বিজেপি-কে। ওই এগজিট পোলের ফলাফল বলছে, বিজেপি পেতে পারে ১৫৫ থেকে ১৬৭টি আসন। আর কংগ্রেস-সপা জোটের ঝুলিতে যেতে পারে ১৩৫ থেকে ১৪৭টি আসন। বিএসপি পেতে পারে ৮১ থেকে ৯৩টি আসন।

আরও পড়ুন- পঞ্জাবে আপ এগিয়ে, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুরে এগিয়ে বিজেপি

সিএনএন-আইবিএনের এগজিট পোল জানাচ্ছে, বিজেপি পেতে পারে ১৮৫টি আসন। আর কংগ্রেস-সপা জোট পেতে পারে ১২০টি আসন। বিএসপি জিততে পারে ৯০টি আসনে। ইন্ডিয়া টুডে-অ্যক্সিস এগজিট পোল বলছে, বিজেপি পেতে পারে ২৫১ থেকে ২৭৯টি আসন। আর কংগ্রেস-সপা জোটের ঝুলিতে আসতে পারে ৮২ থেকে ১১২টি আসন।

নিউজএক্স-এমআরসি এগজিট পোল বিজেপি-কে দিয়েছে ১৮৫টি আসন। কংগ্রেস-সপা জোটকে ওই এগজিট পোলে দেওয়া হয়েছে ১২০টি আসন।

আর টাইমস নাও-ভিএমআর এগজিট পোলে বলা হয়েছে, বিজেপি পেতে পারে ১৯০ থেকে ২১০টি আসন। কংগ্রেস-সপা জোটের ঝুলিতে যেতে পারে ১১০ থেকে ১৩০টি আসন। বিএসপি জিততে পারে ৫৭ থেকে ৭৪টি আসনে।

Uttar Pradesh Assembly Elections in India, 2017 BJP in UP Poll
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy