গুজরাতে পুলিশি হেফাজতে কিশোরের নাবালকের উপর ‘অত্যাচারের’ ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন। সম্প্রতি গুজরাতের একটি থানায় পুলিশি হেফাজতে ১৭ বছর বয়সি এক কিশোরের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। এ বার ওই ঘটনায় গুজরাত পুলিশের ডিজি বিকাশ সহায়কে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। দু’সপ্তাহের মধ্যে ওই নোটিসের জবাব দিতে বলা হয়েছে তাঁকে।
সংবাদমাধ্যমের একাংশে দাবি করা হচ্ছে, ঘটনাটি গুজরাতের রাজকোট জেলার গান্ধীগ্রাম থানার। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক পুলিশ আধিকারিক এক কিশোরের চুল ধরে টানছেন। ওই সময়ে অন্য পুলিশকর্মীদের হাসাহাসি করতেও দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন। কমিশন জানিয়েছে, ভিডিয়োটি ছ়ড়িয়ে পড়ার পরে গত ৬ অক্টোবর অভিযোগটি প্রকাশ্যে এসেছে। তাদের বক্তব্য, এই ঘটনাটি যদি সত্যি হয়, তবে ওই নাবালকের মানবাধিকার গুরুতর ভাবে লঙ্ঘিত হয়েছে।
আরও পড়ুন:
এ অবস্থায় ওই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্যসংগ্রহের বিষয়ে গুজরাত পুলিশের ডিজিকে নোটিস পাঠিয়েছে কমিশন। ঠিক কী ঘটেছিল, তার বিস্তারিত রিপোর্ট দু’সপ্তাহের মধ্যে কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, গত ১ সেপ্টেম্বর রাতে ওই কিশোরকে আটক করা হয়েছিল। পরের দিন তাকে আদালতেও পেশ করা হয়। পিটিআই অনুসারে, ঘটনার প্রায় দু’সপ্তাহ পরে ওই কিশোর জামিনে মুক্তি পান।