জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) গ্রেফতার করল তাদেরই প্রাক্তন গোয়েন্দাকে। তাঁর বিরুদ্ধে পাক জঙ্গি সংস্থা লস্কর-ই তৈবার কাছে গোপন তথ্য পাচারের অভিযোগ রয়েছে। এডি নেগি নামে ওই আইপিএস অফিসার জম্মুকাশ্মীরে এক জঙ্গিকে ওই তথ্য পাচার করেছিলেন বলে সংবাদ সংস্থাকে জানিয়েছে এনআইএ-র এক মুখপাত্র।
এসপি পদমর্যাদার ওই আধিকারিক এক সময় জম্মু-কাশ্মীরে কর্মরত ছিলেন। সেসময় তিনি কিছু গোপন তথ্য পাচার করেছিলেন লস্কর জঙ্গিকে।