Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জম্মুতে এনআইএ হানা, গ্রেফতার গিলানি ঘনিষ্ঠ আইনজীবী

আগেই পাকিস্তান থেকে পাওয়া টাকায় উপত্যকায় অশান্তি ছড়ানোর অভিযোগে আট জন বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁদের মধ্যে রয়েছেন কট্টরপন্থী হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান সৈয়দ আলি শাহ গিলানির জামাই ফান্টুশ গিলানিও।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
জম্মু ও নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ০৩:০১
Share: Save:

কাশ্মীরে অশান্তি ও সন্ত্রাসে পাক আর্থিক মদতের তদন্তে আজ জম্মুতে হানা দিল এনআইএ।

আগেই পাকিস্তান থেকে পাওয়া টাকায় উপত্যকায় অশান্তি ছড়ানোর অভিযোগে আট জন বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁদের মধ্যে রয়েছেন কট্টরপন্থী হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান সৈয়দ আলি শাহ গিলানির জামাই ফান্টুশ গিলানিও। গিলানি, মিরওয়াইজ ওমর ফারুক, ইয়াসিন মালিকের মতো শীর্ষ নেতাদেরও গ্রেফতার করা হতে পারে বলে এনআইএ সূত্রে ইঙ্গিত মিলেছে। আগামিকাল গিলানির বড় ছেলে নইমকে দিল্লিতে এনআইএ-র সদর দফতরে হাজির হতে সমন পাঠিয়েছেন গোয়েন্দারা। আজ জম্মুতে দেবেন্দ্র সিংহ বেহল নামে এক আইনজীবীর বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। পরে তাঁকে আটক করা হয়।
সূত্রের খবর, ওই আইনজীবী গিলানির বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত। আগে জম্মুতে এক ব্যবসায়ীর বাড়ি-অফিসে হানা দিয়েছিল এনআইএ। গিলানির বিদেশ সফর নিয়ে গোয়েন্দারা তথ্য সংগ্রহ করছেন বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NIA Kashmir Hurriyat এনআইএ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE