Advertisement
E-Paper

ধৃত ৯ শিকারি

তিন জেলা থেকে ৯ চোরাশিকারিকে গ্রেফতার করল পুলিশ ও বনরক্ষীরা। পুলিশ সূত্রে খবর, গত কাল ও আজ মিলিয়ে নগাঁও জেলার জখলাবান্ধা পুলিশ কাজিরাঙার বাগরি রেঞ্জ এলাকা থেকে মঙ্গল সিংহ রংফার, মানস নাথ ও সেনসিং হান্সে নামে তিন শিকারিকে গ্রেফতার করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ০৩:৩২

তিন জেলা থেকে ৯ চোরাশিকারিকে গ্রেফতার করল পুলিশ ও বনরক্ষীরা। পুলিশ সূত্রে খবর, গত কাল ও আজ মিলিয়ে নগাঁও জেলার জখলাবান্ধা পুলিশ কাজিরাঙার বাগরি রেঞ্জ এলাকা থেকে মঙ্গল সিংহ রংফার, মানস নাথ ও সেনসিং হান্সে নামে তিন শিকারিকে গ্রেফতার করে। অন্য দিকে বুড়াপাহাড়ের বিশেষ টাস্ক ফোর্স ও পুলিশ কার্বি আংলংয়ের হারমতি থেকে ভাইটি ইংতি, সিরাজ আলি, গিয়াসুদ্দিন ও আবু সিদ্দেক নামে চার শিকারিকে গ্রেফতার করেছে। পাশাপাশি, মানসে গন্ডার শিকারে জড়িত সন্দেহে বাক্সা জেলার কোকরাবাড়ি থেকে রাহুল বসুমাতারি ও নরেশ বসুমাতারি নামে দুই শিকারিকে গ্রেফতার করা হয়।

assam kaziranga hunters
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy