নিপা-র প্রকোপে ফের আরও এক জনের মৃত্যুর খবর মিলল কেরলে। এ নিয়ে এখনও পর্যন্ত মোট ১১ জনের প্রাণ কাড়ল নিপা। কর্নাটকের অন্তত দু’জন সংক্রমিত হয়েছেন বলে খবর এসেছিল আগেই। এ বার মৃত বাদুড় উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়াল হিমাচল প্রদেশেও।
কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন ভি মুসা (৬১)। বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। এর আগে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে মুসার পরিবারেরই তিন জনের। এর মধ্যে দু’টি মৃত্যুর কারণ নিপা সংক্রমণ বলে হাসপাতালের তরফেও স্বীকার করা হয়েছে। হাসপাতালে মুসার পরিবারের দেখভালের দায়িত্বে ছিলেন যে নার্স লিনি পুতুসেরি, মারা গিয়েছেন তিনিও।
ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-এর (এনসিডিসি) নির্দেশক সুজিতকুমার সিংহ ও মহামারী সংক্রান্ত বিভাগের প্রধান ড. এস কে জৈন-সহ বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই কেরলে পৌঁছেছে। রয়েছে এইমসের উচ্চ পর্যায়ের চিকিৎসক দলও।