ফাস্ট্যাগের বার্ষিক পাস আসছে বাজারে। একবার খরচ করে সেই পাস কিনলেই সারা বছর চলে যাবে গ্রাহকদের। এমনই ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকরী জানান, আগামী ১৫ অগস্ট থেকে চালু হতে চলেছে ফাস্ট্যাগের বার্ষিক পাসের ব্যবস্থা। তার দাম হবে তিন হাজার টাকা। ওই পাস কিনলে তার মেয়াদ থাকবে এক বছর। তাতে টোল প্লাজ়া দিয়ে সব মিলিয়ে ২০০ বার যাতাযাত করতে পারবেন গ্রাহকেরা। যদি এক বছরের আগেই কোনও গ্রাহক ২০০ বার যাতায়াত করে ফেলেন, তা হলে আবার তাঁকে নতুন করে পাস কিনতে হবে। আপাতত এই ব্যবস্থা শুধু অবাণিজ্যিক-ব্যক্তিগত গাড়িগুলির জন্যই চালু হচ্ছে।
কেন্দ্র জানিয়েছে, রাজমার্গ যাত্রা অ্যাপ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের সরকারি ওয়েবসাইট থেকে ওই পাস কেনা যাবে। পুনর্নবীকরণও করা যাবে সেখান থেকে।
দেশের বিভিন্ন টোল প্লাজ়ায় টাকা দেওয়ার সময়ে যানজট এড়াতে এবং টোল সংগ্রহকে একটি নির্দিষ্ট ছাতার তলায় আনতে ফাস্ট্যাগ চালু করেছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)। এর আওতায় ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ফাস্ট্যাগ কিনে গাড়ির কাচে (উইন্ডশিল্ড) তা লাগান ব্যবহারকারী।
তার পরেও টোল প্লাজ়াগুলিতে যানজটের সমস্যা এড়ানো যায়নি। তা রুখতে নানা সময়ে ফাস্ট্যাগ ব্যবস্থায় বদল এনেছে কেন্দ্র। অনেক সময় দেখা গিয়েছে, গ্রাহকদের ফাস্ট্যাগে কম ব্যালান্স রয়েছে। টাকা দিতে দেরি হওয়ায় যানজট হচ্ছে ব্যস্ত সময়ে। তা এড়াতে অতিরিক্ত জরিমানার নিয়ম চালু করেছিল কেন্দ্র। এ বার তারা নিয়ে এল বার্ষিক পাসের ব্যবস্থা।