Advertisement
E-Paper

গোপালকৃষ্ণকে সমর্থন করবে নীতীশের দলও

সনিয়া গাঁধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনার মাধ্যমে আগেই গোপালকৃষ্ণ গাঁধীর নাম মোটের উপর স্থির হয়ে গিয়েছিল উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে। আজ ১৮টি বিরোধী দলের বৈঠকে তাতে সিলমোহর বসল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ০৪:০০

রাষ্ট্রপতি পদের প্রার্থী বাছাইয়ে বিরোধী জোট থেকে ছিটকে গিয়েছিলেন নীতীশ কুমার। আজ গোপালকৃষ্ণ গাঁধীকে উপরাষ্ট্রপতি পদে বাছাই করার সময় নীতীশ আসেননি বটে। কিন্তু তাঁর প্রতিনিধিকে সঙ্গে পেয়ে চাঙ্গা হল বিরোধী জোট। আরও আক্রমণাত্মক হল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে।

সনিয়া গাঁধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনার মাধ্যমে আগেই গোপালকৃষ্ণ গাঁধীর নাম মোটের উপর স্থির হয়ে গিয়েছিল উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে। আজ ১৮টি বিরোধী দলের বৈঠকে তাতে সিলমোহর বসল। কিন্তু আজকের বৈঠকে বিরোধীদের পাওনা বলতে নীতীশের দলের তরফে শরদ যাদবের উপস্থিতি। কারণ রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের ব্যাপারে নীতীশ বিরোধীদের সঙ্গে থাকেননি। যদিও শরদ এ দিন এলেও নীতীশ এখনও তাঁর সমর্থন জানিয়ে কিছু বলেননি।

এ দিন গোপালকৃষ্ণর নাম চূড়ান্ত হতেই তাঁর মনোনয়নে সই করিয়ে নেওয়া হয় শরদ যাদবকে দিয়ে। যাতে পরে আর বেসুরো গাইতে না পারে জেডি(ইউ)। ঠিক যেমনটি রাষ্ট্রপতি পদপ্রার্থীর ক্ষেত্রে শরদ পওয়ারকে সই করিয়ে নিয়েছিলেন সনিয়া। পরে তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘উপরাষ্ট্রপতি পদে নাম স্থির হয়ে গিয়েছে মাত্র ১৫ মিনিটে। বাকি সময় আলোচনা হয়েছে— কী ভাবে বিরোধী দলের নেতাদের পিছনে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হচ্ছে, নোট বাতিল-জিএসটিতে মানুষের ভোগান্তি, কৃষকের আত্মহত্যা, রাজ্যপালের ভূমিকা— এই সব কিছু নিয়েই।’’

আরও পড়ুন: ‘হাড় হিম’ গোপালেও সায় সিপিএমের

শরদ যাদব যখন বৈঠকে এ দিন কৃষক ইস্যুতে মোদীর বিরুদ্ধে সরব হন, সেই সময় ডেরেক পাশে বসা রাহুল গাঁধীকে জিজ্ঞাসা করতে বলেন, এটি কি শরদের নিজের কথা না কি নীতীশেরও? রাহুল আবার তাঁর পাশে বসা সীতারামকে প্রশ্নটা করতে বলেন। ভরা বৈঠকে সীতারাম শরদকে জিজ্ঞেস করেন, ‘‘এটা কি আপনার কথা না কি দলেরও মত?’’ জবাবে শরদ বলেন, এটি তাঁর দলেরই অবস্থান। যদিও দলের অনেকেরই বক্তব্য, শরদ যা করেছেন নিজের মতো করেছেন। নীতীশের মত এখনও
স্পষ্ট নয়।

সামনের সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। আপাতত সেখানে মোদীকে চেপে ধরতে একজোট বিরোধীরা। শুধু তাই নয়, স্থির হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও একযোগে আক্রমণ শানানো হবে মোদী সরকারের বিরুদ্ধে। এনসিপি-র প্রফুল পটেল থেকে ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা তারই মধ্যে বলেন, মীরা কুমার বা গোপালকৃষ্ণ গাঁধী, তাঁদের জয় অনিশ্চিত জেনেও বিরোধীদের ডাকে প্রার্থী হতে রাজি হয়েছেন। সুদিনে যেন তাঁদের ভুলে যাওয়া না হয়। চলতি সপ্তাহে বিজেপি তাদেরও উপরাষ্ট্র পদপ্রার্থী চূড়ান্ত করবে।

Gopalkrishna Gandhi Nitish Kumar নীতীশ কুমার গোপালকৃষ্ণ গাঁধী Presidential Election 2017 Vice Presidential Candidate Vice President উপরাষ্ট্রপতি নির্বাচন উপরাষ্ট্রপতি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy