Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Nitish Kumar

আরজেডি-র দাবি ওড়ালেন নীতীশ

বিজেপির সঙ্গ ছেড়ে নীতীশের উচিত তেজস্বীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়ে নিজে কেন্দ্রের রাজনীতিতে বিজেপি-বিরোধী জোটে যোগ দেওয়া।

নীতীশ কুমার

নীতীশ কুমার

 সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ০৪:৪৫
Share: Save:

তাঁর দলের ১৭ জন বিধায়ক আরজেডি-র সঙ্গে যোগাযোগ রাখছে— এমন দাবি উড়িয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার।

অরুণাচলপ্রদেশে তাঁর দলের বিধায়করা বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তেজস্বী যাদবের আরজেডি ও তাদের জোটসঙ্গী কংগ্রেস নীতীশকে বিজেপির সঙ্গ ছাড়ার আবেদন জানাচ্ছে। নীতীশ সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার পরে বুধবার আরজেডি-র প্রবীণ নেতা শ্যাম রজক দাবি করেন, জেডিইউ-র ১৭ জন বিধায়ক বিজেপির বিরোধিতা করে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ২৪৩ আসনের বিহার বিধানসভায় শাসক এনডিএ জোটের ১২৫ জন বিধায়ক রয়েছেন, যার মধ্যে নীতীশের দল জেডিইউ-এর সদস্য সংখ্যা মাত্র ৪৩। আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলির মোট সদস্য সংখ্যা ১১০ (আরজেডি ৭৫, কংগ্রেস ১৯ এবং বামেরা ১৬)। সংখ্যায় কমজোর হওয়া নীতীশের উপরে বিজেপি নেতারা নানা রকম চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ। তবে রজকের দাবি উড়িয়ে নীতীশ বলছেন, “কেউ ওদের সঙ্গে যোগাযোগ রাখছে না। বিরোধীরা ভিত্তিহীন কথা বলছেন।”

এর আগে আরজেডি নেতা উদয়নারায়ণ চৌধুরী বলেছিলেন, বিজেপির সঙ্গ ছেড়ে নীতীশের উচিত তেজস্বীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়ে নিজে কেন্দ্রের রাজনীতিতে বিজেপি-বিরোধী জোটে যোগ দেওয়া। সে ক্ষেত্রে নীতীশকে প্রধানমন্ত্রী হতে সমর্থন করবে আরজেডি। বিজেপি অবশ্য বলছে, নীতীশের সঙ্গে তাদের জোটে কোনও সমস্যা নেই। বিরোধীরা চেষ্টা করেও এই জোটে ফাটল ধরাতে পারবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nitish Kumar RJD
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE