কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ বায়ু প্রকল্পের ফল ইতিবাচক। রাজ্যসভায় এমনটাই দাবি করলেন বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তিনি জানান, দিল্লির বাতাসের মান উন্নত করার জন্য ২০১৯ সালে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প ফলপ্রসূ হয়েছে।
কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে জানতে চান যে, দিল্লির বাতাসের মানের অবনতি কতটা স্বাস্থ্য সঙ্কটে ফেলতে পারে সেখানকার বাসিন্দাদের? তার জবাবে কীর্তিবর্ধন জানান, এখনও অবধি বায়ুদূষণের কারণে মৃত্যুর হয়েছে এমন তথ্য তাঁদের কাছে নেই। তা ছাড়া সিওপিডির কারণে মৃত্যুর সঙ্গে দিল্লির বায়ুদূষণের কোনও সম্পর্ক নেই বলেও জানান তিনি।
স্বচ্ছ বায়ু প্রকল্পের বিষয়ে জানাতে গিয়ে তিনি জানান, দেশের যে ১৩০টি শহরে এই প্রকল্প চালু করা হয়েছিল তাদের মধ্যে ১০৩টি শহরে পিএম১০ কনসেন্ট্রেশন হ্রাস পেয়েছে এবং বাতাস পরিষ্কার হয়েছে। তিনি আরও জানান, স্বচ্ছ বায়ু প্রকল্পের পরিকাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে ক্রমাগত পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে চলেছে কেন্দ্রীয় সরকার।