বিমান পরিষেবা বাতিল হওয়া এবং তাঁর ফলে যাত্রীদের হয়রানির তথ্য প্রকাশ করল ডিজিসিএ। তাঁদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে ভারতের প্রত্যেকটি বিমান পরিষেবা সংস্থা মিলিয়ে ৬ হাজার ৮৯০টি বিমান বাতিল হয়েছে। যার সিংহভাগই ইন্ডিগোর।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত ডিসেম্বরে প্রায় ১০ লক্ষ যাত্রী বিমান বাতিল হওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন। যার মধ্যে ইন্ডিগোর প্রায় সাড়ে ৫ হাজার বিমান বাতিল করে। এয়ার ইন্ডিয়া প্রায় ১ হাজার বিমান বাতিল করার ফলে ভোগান্তির শিকার হন প্রয়া ৪৩ হাজার যাত্রী। এছাড়াও স্পাইসজেট ৭৯টি এবং আকাশ ৩৯টি বিমান বাতিল করে। এলায়েন্স এয়ার এবং এবং ইন্ডিয়া ওয়ান যথাক্রমে ৬৩ এবং ৭১টি বিমান বাতিল করার ফলে ভোগান্তির শিকার হন প্রায় তিন হাজার যাত্রী। এ ছাড়াও স্টার এয়ার এবং ফ্লাই৯১ বিমান সংস্থা, যথাক্রমে ১৭ এবং ৮টি বিমান বাতিল করার ফলে সমস্যায় পড়েন প্রায় সাড়ে ৭০০ যাত্রী।
অসামরিক বিমান প্রতিমন্ত্রী মুরলীধর মোহন জানান, গত ডিসেম্বরে এই বিমান বাতিল হওয়ার ফলে যাত্রী ভোগান্তির প্রধান কারণ ছিল প্রতিকূল আবহাওয়া ও দুর্বল দৃশ্যমানতা। এছাড়াও যান্ত্রিক ত্রুটির কারণেও বহু বিমান পরিষেবা বাতিল করা হয় সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে।