Advertisement
২০ এপ্রিল ২০২৪

উৎসবের আয়োজন বদলে প্রস্তুতি অন্ত্যেষ্টির

গত কাল অসমের ডিব্রুগড় থেকে নতুন গাড়ি কিনে পরিবারের সদস্যদের সঙ্গে খোনসা ফিরছিলেন এনপিপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক আবো। রাস্তায় বগাপানি এলাকায় গাড়ি থামিয়ে নাগা জঙ্গিরা গুলি করে ১১ জনকে হত্যা করে।

অরুণাচলের জঙ্গলে চলছে জঙ্গিদের খোঁজে তল্লাশি। বুধবার। নিজস্ব চিত্র

অরুণাচলের জঙ্গলে চলছে জঙ্গিদের খোঁজে তল্লাশি। বুধবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৩ মে ২০১৯ ০৩:৫৫
Share: Save:

সেনা অভিযান, প্যারা-কমান্ডো নামিয়েও অরুণাচলের পশ্চিম খোনসার বিধায়ক টিরং আবো-সহ ১১ জনের হত্যাকারী জঙ্গিদের কোনও সন্ধান মিলল না। গত কাল থেকেই এলাকায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সেনা সূত্রে জানানো হয়, আজ বিশেষ প্যারা-কমান্ডো বাহিনীকেও জঙ্গলে নাগা জঙ্গিদের সন্ধানে ব্যবহার করা হয়েছে। কাউকে ধরা যায়নি। তারা মায়ানমারে পালাতে পারে বলে সন্দেহ।

গত কাল অসমের ডিব্রুগড় থেকে নতুন গাড়ি কিনে পরিবারের সদস্যদের সঙ্গে খোনসা ফিরছিলেন এনপিপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক আবো। রাস্তায় বগাপানি এলাকায় গাড়ি থামিয়ে নাগা জঙ্গিরা গুলি করে ১১ জনকে হত্যা করে। তারই মধ্যে চার জনকে একটি গাড়ির সঙ্গেই পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে আজ এলাকায় বন্‌ধ ডাকা হয়। আবোর বাড়িতে ছিল কান্নার রোল। আবো ঘনিষ্ঠরা জানান, জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন আবো। জয়োৎসবের প্রস্তুতিও চলছিল। কিন্তু ফল ঘোষণার দিনে, আগামী কাল জয়োৎসবের বদলে তাঁর অন্ত্যেষ্টি হবে। নোকতে জনজাতির নেতা আবোকে অনেকবার প্রাণে মারার হুমকি দিয়েছে এনএসসিএন (আইএম)-এর একটি গোষ্ঠী। তার কাছ থেকে মোটা টাকাও দাবি করা হয়। এনপিপি সভাপতি কনরাড সাংমা সার্বিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কথা বলেছেন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tirong Aboh Arunachal Pradesh Murder Militants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE