হজযাত্রায় আর কোনও ভর্তুকি নয়। মঙ্গলবার জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।
হজযাত্রীরা যাতে সস্তায় বিমানের টিকিট পান, তার জন্য এত দিন ভর্তুকি দিত কেন্দ্র। সুপ্রিম কোর্ট এই ভর্তুকি ধাপে ধাপে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশই রূপায়িত হল। জানিয়েছেন দেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি।
‘‘তোষণ নয়, মর্যাদার সঙ্গে সংখ্যালঘুর ক্ষমতায়নের যে নীতি আমরা অনুসরণ করি, এটা তারই অঙ্গ।’’ বলেছেন নকভি। তিনি আরও বলেছেন, ‘‘হজে ভর্তুকি থেকে মুসলিমরা কোনও ভাবে উপকৃত হন না। আমরা মর্যাদার সঙ্গে উন্নয়নে বিশ্বাসী। ভর্তুকিতে যে টাকা খরচ করা হত, তা মেয়েদের শিক্ষায় খরচ করা হবে।’’