ডেবিট বা ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই। সঙ্গে স্মার্টফোন না রাখলেও হবে। শুধুমাত্র আধার নম্বরটা মনে রাখলেই হল। তা হলেই আপনি কেনাকাটা করতে পারবেন। এমনকী, এই লেনদেনের জন্য কোনও খরচও লাগবে না। ‘আধার পে’ নামে এমনই এক অ্যান্ড্রয়েড অ্যাপ আনল আইডিএফসি ব্যাঙ্ক।
ওই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্রেতার কাছে নয়, দোকানির কাছে ‘আধার পে’ অ্যাপ থাকলেই করা যাবে কেনাকাটা। ক্রেতাকে শুধুমাত্র নিজের আধার নম্বরটা মনে রাখতে হবে। নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত বলেন, “এই অ্যাপের মাধ্যমে যে লেনদেন হবে তাতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) লাগবে না।” গ্রামে-গঞ্জের প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষজন এখনও ডেবিট বা ক্রেডিট কার্ডের ব্যবহারে স্বচ্ছন্দ নন। তাঁদের কাছে তো বটেই শহুরে মানুষদের মধ্যেও এটি জনপ্রিয় হবে বলে আশা ব্যাঙ্ক কর্তৃপক্ষের।