Advertisement
E-Paper

‘সন্ত্রাসে মদত বন্ধ না হলে শান্তি আলোচনা অসম্ভব’

ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য সন্ত্রাসে মদত দেওয়া আগে বন্ধ করতে হবে পাকিস্তানকে। বলেছেন জেনারেল রাওয়াত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ২২:৫২
পাকিস্তান সুসম্পর্ক চাইলে আগে সন্ত্রাস বন্ধ করুক, সাফ কথা সেনাপ্রধানের। ফাইল চিত্র।

পাকিস্তান সুসম্পর্ক চাইলে আগে সন্ত্রাস বন্ধ করুক, সাফ কথা সেনাপ্রধানের। ফাইল চিত্র।

সন্ত্রাস না থামলে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা সম্ভব নয়। ফের স্পষ্ট জানাল নয়াদিল্লি। পাকিস্তানের সেনাপ্রধান সম্প্রতি সে দেশের সংসদে দেওয়া ভাষণে ভারতের সঙ্গে শান্তি স্থাপনের পক্ষে কথা বলেছেন বলে পাক সংবাদমাধ্যম সূত্রের খবর। কিন্তু জেনারেল কমর জাভেদ বাজওয়ার ভাষণকে খুব গুরুত্ব দিতে রাজি নন ভারতের সেনাপ্রধান জেনালের বিপিন রাওয়াত। পাকিস্তানের কার্যকলাপ দেখে একবারও মনে হয় না যে, তারা সত্যিই শান্তি চায়, মন্তব্য জেনারেল রাওয়াতের।

জেনারেল রাওয়াত শুক্রবার ভারত-পাক সীমান্তের খুব কাছে আয়োজিত এক সামরিক মহড়া পরিদর্শনে গিয়েছিলেন। রাজস্থানের বারমেঢ় এলাকায় থর মরুভূমিতে আয়োজিত ওই মহড়া পর্যবেক্ষণের ফাঁকে মিডিয়ার মুখোমুখিও হন তিনি। সেখানেই তিনি বলেন, পাকিস্তান যতক্ষণ না জম্মু-কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করছে, ততক্ষণ তাদের সঙ্গে শান্তি স্থাপনের আলোচনা সম্ভব নয়।

আরও পড়ুন: ভারতের সঙ্গে ভাব করতে চান পাক সেনাপ্রধান

আরও পড়ুন: পর পর স্বস্তি কংগ্রেসে, আদর্শ মামলায় বড় জয় চহ্বাণের

পাক পার্লামেন্টের উচ্চকক্ষে মঙ্গলবার ভাষণ দিয়েছেন সে দেশের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া। প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের উন্নতিতে পাকিস্তানের জোর দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন। পাকিস্তানের সরকার যদি ভারতের সঙ্গে সুসম্পর্কের পথে এগোতে চায়, তা হলে পাক সেনা সে উদ্যোগে সহযোগিতা করবে বলেও জেনারেল বাজওয়া মন্তব্য করেছেন।শুক্রবার ভারতীয় সেনাপ্রধান বলেছেন, ‘‘আমরাও চাই সম্পর্ক ভাল হোক। কিন্তু যে ধরনের কার্যকলাপ তারা (পাকিস্তান) চালাচ্ছে এবং জম্মু-কাশ্মীরে যে ভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে, তাতে মনে হয় না যে তারা বাস্তবে শান্তি চায়।’’ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য সন্ত্রাসে মদত দেওয়া আগে বন্ধ করতে হবে পাকিস্তানকে। বলেছেন জেনারেল রাওয়াত। ‘‘সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ হওয়ার পরেই আমরা বলতে পারব যে শান্তি আলোচনা শুরু হওয়া উচিত।’’ মন্তব্য ভারতীয় সেনাপ্রধানের।

India-Pakistan Peace Talks Indian Army General Bipin Rawat জেনারেল বিপিন রাওয়াত
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy