জামিনের দ্রুত শুনানির আবেদন খারিজ হল। নিরাপত্তার খাতিরে জেলে আলাদা সেলের আর্জিও মানলেন না বিচারক। ফলে আপাতত ১৩ দিন তিহাড় জেলে সাধারণ কয়েদির মতোই থাকতে হবে কার্তি চিদম্বরমকে। তবে দ্রুত জামিন পেতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী কালই এ নিয়ে শুনানি রয়েছে।
পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের আইএনএক্স মিডিয়া সংস্থাকে বিদেশি লগ্নির ছাড়পত্র পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে কার্তির বিরুদ্ধে। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে কার্তিকে আজ আদালতে হাজির করা হয়। সিবিআই আদালতে তদন্তকারীরা জানান, তদন্তে কোনও সহযোগিতা করেননি কার্তি। তবে তাঁকে সিবিআই হেফাজতে রেখে জেরারও আর প্রয়োজন নেই। এর পরে চিদম্বরম-পুত্রকে ১৩ দিন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক সুনীল রানা।
কার্তির আইনজীবী দয়ান কৃষ্ণন জানান, পি চিদম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেই সময়ে টাডা, ইউএপিএ-র মতো আইনে অনেক জঙ্গির বিচার হয়েছে। ২৬/১১-এর হামলার সময়েও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। অভিযুক্ত জঙ্গিদের অনেকেই এখন রয়েছে তিহাড় জেলে। ফলে নিরাপত্তার খাতিরে কার্তিকে আলাদা বাথরুম-সহ সেল দেওয়ার আর্জি জানান তিনি।