Advertisement
২৫ এপ্রিল ২০২৪

লালা পুরসভা ঘেরাও ছাত্রদের

ছাত্র-শিক্ষক-নাগরিকদের তোপের মুখে পড়ল লালা পুরসভা। কর্তৃপক্ষের ব্যর্থতার বিরুদ্ধে আজ লালা পুরসভা ঘেরাও করেন কলেজের ছাত্র-শিক্ষক, স্থানীয় বাসিন্দারা।

স্কুলে নেই শিক্ষক। ধর্নায় বসল খুদে পড়ুয়ারা। বুধবার বদরপুরে। ছবি: শীর্ষেন্দু সী।

স্কুলে নেই শিক্ষক। ধর্নায় বসল খুদে পড়ুয়ারা। বুধবার বদরপুরে। ছবি: শীর্ষেন্দু সী।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০৩:৩৩
Share: Save:

ছাত্র-শিক্ষক-নাগরিকদের তোপের মুখে পড়ল লালা পুরসভা। কর্তৃপক্ষের ব্যর্থতার বিরুদ্ধে আজ লালা পুরসভা ঘেরাও করেন কলেজের ছাত্র-শিক্ষক, স্থানীয় বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লালার কলেজ রোডের পরিস্থিতি বেহাল। তাতে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিবাদে কলেজের শতাধিক ছাত্র-সহ শিক্ষক এবং এলাকার বাসিন্দারা রাস্তায় নামেন।

তাঁদের বক্তব্য, কয়েক বছর আগে লালার কলেজ রোড এলাকাকে ‘নো পার্কিং জোন’ ঘোষণা করা হয়েছিল। কিন্তু লালা পুলিশ তা কার্যকর করেনি। তার জেরে এখন সেখানে যানজট প্রতি দিনের সঙ্গী। এ সব সমস্যার সমাধানে বিক্ষোভকারীরা জেলাশাসককে স্মারকপত্র পাঠান।

লালা রুরাল কলেজের অধ্যাপক দয়াময় সিংহ বলেন, ‘‘কলেজ রোডে যানজটে প্রচণ্ড সমস্যা হয়। বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি।’’ ব্যবসায়ী মনজিল আলি, অধ্যাপক গৌতম বণিক, চিরকুমার সিনহা, অনুরাধা সাহাও বিক্ষোভে সামিল ছিলেন। লালা পুরসভার কর্তা শুভঙ্কর সিংহ ওই স্মারকপত্র জেলাশাসককে পাঠিয়ে দেবেন বলে জানান।

অন্য দিকে, হাইলাকান্দি পুরসভার দুই পুরসদস্যের প্রতিনিধির উপর ক্ষুব্ধ পুরকর্মীরা। আজ সকালে তাঁরা কর্মবিরতি পালন করেন। অভিযোগ, পুরসদস্য অনুনাথ গগৈ এবং ববি মালাকারের প্রতিনিধি পুরকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। পুরসভার কর্মচারী সংস্থার সভাপতি অরবিন্দ রায়, সম্পাদক শান্তনু দেব এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পুরসদস্য অরুণ দাস এ নিয়ে বলেন, ‘‘দু’পক্ষ আলোচনায় বসে ভূল বোঝাবুজি মিটিয়ে ফেলেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

students gherao
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE