Advertisement
০৫ মে ২০২৪

বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম

পেট্রোল-ডিজেলের পরে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাস এবং খোলা বাজারে বিক্রি হওয়া কোরোসিনের দাম। পাশাপাশি বিমানের জ্বালানি বা এটিএফের দামও বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। টানা তিন মাস ধরে কমার পরে গৃহস্থালিতে ব্যবহারের ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডারের (১৪.২ কোজি) দাম রবিবার থেকে বাড়ল ১৮ টাকা করে।

শেষ আপডেট: ০২ মে ২০১৬ ০২:০৬
Share: Save:

পেট্রোল-ডিজেলের পরে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাস এবং খোলা বাজারে বিক্রি হওয়া কোরোসিনের দাম। পাশাপাশি বিমানের জ্বালানি বা এটিএফের দামও বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। টানা তিন মাস ধরে কমার পরে গৃহস্থালিতে ব্যবহারের ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডারের (১৪.২ কোজি) দাম রবিবার থেকে বাড়ল ১৮ টাকা করে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল সূত্রের খবর, কলকাতায় সিলিন্ডার পিছু দাম দাঁড়াল ৫৫৪.৫০ টাকা। সংস্থা আরও জানিয়েছে, রেশন দোকান ছাড়া বাজারে বিক্রি হওয়া কেরোসিনের দাম কলকাতায় বেড়ে হয়েছে লিটারে ৫১.১৯ টাকা। পুরনো দাম ৪৮.৬৯ টাকা। এ দিন বিমান জ্বালানির দাম ১.৫ শতাংশ বাড়ার কথা ঘোষণা করেছে ইন্ডিয়ান অয়েল। কলকাতায় তা দাঁড়াল প্রতি কিলোলিটারে ৪৭,৫৬১.১৮ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

LPG cylinder prices hiked Non-subsidised
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE