বছরের শুরুতেই দুঃসংবাদ। ১ জানুয়ারি, ২০২০ থেকেই বাড়ছে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম। এই নিয়ে টানা পাঁচ মাসে পাঁচবার বেড়েছে ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম। কলকাতায় ১৪.২ কেজির গ্যাসের দাম গত মাসের তুলনায় ২১.৫০ টাকা বেড়ে হল ৭৪৭ টাকা।
২০১৯ সালের অগস্ট মাসে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম ছিল ৬০১ টাকা। পাঁচ মাসে ১২৪ টাকা বেড়ে তা দাঁড়াল ৭২৫ টাকায়।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের ওয়েবসাইটে মঙ্গলবার ভর্তুকিবিহীন গ্যাসের বর্ধিত মূল্যের তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী, দিল্লিতে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম বাড়ছে ১৯ টাকা। কলকাতায় বাড়ছে ২১.৫০ টাকা। মুম্বই ও চেন্নাইয়ে বাড়ছে যথাক্রমে ১৯.৫০টাকা ও ২০টাকা।