বছরের শুরুতেই বাড়ছে হেঁশেল খরচ। প্রতীকী চিত্র
বছরের শুরুতেই দুঃসংবাদ। ১ জানুয়ারি, ২০২০ থেকেই বাড়ছে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম। এই নিয়ে টানা পাঁচ মাসে পাঁচবার বেড়েছে ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম। কলকাতায় ১৪.২ কেজির গ্যাসের দাম গত মাসের তুলনায় ২১.৫০ টাকা বেড়ে হল ৭৪৭ টাকা।
২০১৯ সালের অগস্ট মাসে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম ছিল ৬০১ টাকা। পাঁচ মাসে ১২৪ টাকা বেড়ে তা দাঁড়াল ৭২৫ টাকায়।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের ওয়েবসাইটে মঙ্গলবার ভর্তুকিবিহীন গ্যাসের বর্ধিত মূল্যের তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী, দিল্লিতে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম বাড়ছে ১৯ টাকা। কলকাতায় বাড়ছে ২১.৫০ টাকা। মুম্বই ও চেন্নাইয়ে বাড়ছে যথাক্রমে ১৯.৫০টাকা ও ২০টাকা।
এখন সরকার পরিবার পিছু ১৪.২ কিলোগ্রামের ১২টি সিলিন্ডার ভর্তুকিমূল্যে দেয়। অতিরিক্ত গ্যাস লাগলে তা কিনতে হয় বাজার মূল্য দিয়েই। এই ভর্তুকির পরিমাণ প্রতি মাসে পরিবর্তিতও হয়। এ দিন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশান ভর্তুকিবিহীন গ্যাসের পরিবর্ধিত মূল্য তালিকা প্রকাশ করলেও ভর্তুকির অঙ্ক কিছু জানায়নি সংস্থা। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠাপড়া, বৈদেশিক মুদ্রা বিনিময়ের হারের ওপর নির্ভর করে এই ভর্তুকির পরিমাণ। ফলে, গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ঢুকলে বোঝা যাবে সিলিন্ডার প্রতি কত টাকা দেওয়া হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy