উত্তর-পূর্ব সীমান্ত রেল আইজ়লের সাইরাং পর্যন্ত সর্বপ্রথম ট্রায়াল রান সফল ভাবে সম্পন্ন করে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল। এই রেলপথ জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে উত্তর-পূর্বের চতুর্থ রাজধানী শহরকে জুড়তে চলেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার (নির্মাণ) অরুণ কুমার চৌধরি ও অন্যান্য ঊর্ধ্বতন রেল কর্মীদের উপস্থিতিতে এই ট্রায়াল রান সম্পন্ন হয়। পরে চৌধরি মিজ়োরামের রাজ্যপাল অবসরপ্রাপ্ত জেনারেল বিজয় কুমার সিংহ এবং মুখ্যমন্ত্রী লালডুহোমার সঙ্গে দেখা করে ভৈরবী-সাইরাং রেলপথ প্রকল্পের পরিধি, অগ্রগতি এবং কৌশলগত গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানান। তিনি জানান, জুনের শুরুতে রেলওয়ে সেফটি কমিশনার গোটা পরিকাঠামো পরিদর্শন করবেন এবং ১৭ জুনের পরে ভৈরবী-সাইরাং রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। ৫১.৩৮ কিলোমিটার ভৈরবী-সাইরাং রেলওয়ে প্রকল্পে ৪৮টি সুড়ঙ্গ, ৫৫টি প্রধান সেতু এবং ৮৭টি ছোট সেতু রয়েছে। সুড়ঙ্গগুলির মোট দৈর্ঘ্য ১২৮৫৩ মিটার। ১৯৬ নম্বর সেতুটির উচ্চতা ১০৪ মিটার, যা কুতুব মিনারের চেয়েও ৪২ মিটার বেশি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)