তাঁর নেতৃত্ব মানতে বিরোধী শিবিরের অনেকেই অরাজি। তিনি নিজেও তা জানেন। তবু ধারাবাহিক হারে কোণঠাসা রাহুল গান্ধী আজ ফের ‘বিরোধী ঐক্য’-র ডাক দিলেন। দিল্লিতে প্রাক্তন জেডিইউ নেতা শরদ যাদবের বাড়িতে তাঁর সঙ্গে বৈঠকের পরে রাহুল বলেন, ‘‘আরএসএস এবং নরেন্দ্র মোদীর বিরোধীদের একজোট হতে হবে। কী ভাবে হবে, তার কাঠামো নিয়ে আলোচনা চলছে। একে আরও এগিয়ে নিয়ে যাওয়া জরুরি।’’
উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে হারের পরে কংগ্রেসের বিক্ষুব্ধরা দাবি তুলেছিলেন, বিরোধী দলগুলিকে এক মঞ্চে আনতে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সমমনস্ক দলগুলির সঙ্গে কথা বলুন। কিন্তু সদ্য শেষ হওয়া সংসদের অধিবেশনে কংগ্রেসের উদ্যোগ দেখা যায়নি। আগে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের ঘরে অন্য দলগুলিকে ডেকে প্রতি দিন যে সমন্বয়ের চেষ্টা হত, তা এ বার হয়নি। উল্টে কংগ্রেসকে বাদ দিয়ে তৃণমূল বাকিদের সঙ্গে ‘ব্লক’ তৈরির চেষ্টা করেছে।
এই প্রেক্ষিতে জনতা পরিবারের নেতা শরদ যাদবের সঙ্গে রাহুলের বৈঠক ও বিরোধী জোটের ডাক দেওয়ার পরে প্রশ্ন উঠেছে, রাহুল কি অন্য বিরোধীদের সঙ্গে ‘দৌত্য’ শুরু করবেন?