জেলার ‘ফরেনার্স ট্রাইবুনাল’ বিদেশি হিসেবে ঘোষণা করার পরেও এনআরসির তথ্য যাচাইয়ের দায়িত্বে ছিলেন অসমের মরিগাঁও জেলার ঠেংশাসি খন্দা পুখুরি নিম্ন প্রাথমিক স্কুলের শিক্ষক মহম্মদ খইরুল ইসলাম। খবর প্রকাশ হওয়ার পরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিল জেলা প্রশাসন। এই জেলায় ইতিমধ্যেই ২০০ জন ডি-ভোটারের নামে চূড়ান্ত খসড়ায় ঢুকেছে বলে জেলাশাসক স্বীকার করেছেন। জেলাশাসক হেমেন দাস জানান, জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে পাওয়া শিক্ষকদের তালিকা অনুসারেই এনআরসির কাজে শিক্ষক নিযুক্তি দেওয়া হয়েছিল। সেই সময় খইরুল তাঁর মামলার ব্যাপারে কিছু জানাননি। তিনি সাহায্যকারী হিসেবে কাজ করছিলেন। তবু, তাঁর হাতে যাচাই হওয়া তথ্যগুলি ফের যাচাই করে দেখা হবে।
এ দিকে সুপ্রিম কোর্টের নির্দেশে নাগরিক পঞ্জি নবীকরণের ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর’ নিয়ে রাজ্য মন্ত্রিসভা গত কাল সন্ধ্যায় বৈঠক করেছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তির মতামত বিচার করে রাজ্য সরকার এ নিয়ে তার মতামত সুপ্রিম কোর্টে জমা দেবে। পরের শুনানি ১৬ অগস্ট।