নানা টালবাহানায় নাগরিক পঞ্জি (এনআরসি) প্রক্রিয়া বিঘ্নিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। আজ সুপ্রিম কোর্টে এনআরসি সংক্রান্ত মামলায় এ ভাবেই কেন্দ্রের সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। প্রধান বিচারপতির এই কড়া মন্তব্য প্রসঙ্গে সরাসরি না হলেও বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘‘নির্দিষ্ট সময়ের মধ্যে এনআরসি প্রকাশের ব্যাপারে আমাদের সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দেখা হবে কোনও ভারতীয় যেন বাদ না পড়েন বা কোনও বিদেশি নাগরিক যেন এনআরসিতে ঢুকে না পড়েন।’’ মনে করা হচ্ছে, প্রধান বিচারপতির কড়া মনোভাবের পরিপ্রেক্ষিতেই রাজনাথ তাঁর প্রতিক্রিয়া জানালেন।
শীর্ষ আদালত ৩১ জুলাই চূড়ান্ত এনআরসি প্রকাশের দিন ঠিক করেছিল। কিন্তু কেন্দ্র আজ আদালতে জানায়, লোকসভা ভোটের জন্য মধ্যবর্তী অনেকটা সময় লোকবলের অভাব হবে। আরও বলা হয়, নির্বাচনের জন্য রাজ্য থেকে ১৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও তুলে নিতে হবে। এমনই বিভিন্ন সমস্যা তুলে ধরে এনআরসি প্রকাশের দিন পিছনোর আবেদন জানায় কেন্দ্র।
কিন্তু প্রধান বিচারপতি জানিয়েছেন, দিন পিছোবে না। কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করাও চলবে না। বিচারপতি রঞ্জন গগৈ বলেন, “প্রতিবারই নিত্য নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন কেন্দ্রের আইনজীবী। এমনটা চলতে পারে না। আদালতের মনে হচ্ছে অ্যাটর্নি জেনারেল ও সলিসিটার জেনারেলকে বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট ছবি দেওয়া হচ্ছে না। তেমন হলে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে তলব করতে হবে?” আদালতের নির্দেশ, নির্বাচন ও এনআরসির কাজ একই সঙ্গে চালাতে হবে।