ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ছত্তীসগঢ়ের বিদ্যুৎ দফতরের শীর্ষ কর্তা। রাজ্যের দু্র্নীতিদমন শাখা (এসিবি) বিদ্যুৎ দফতরের ওই কর্তাকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিজয় দুবে। তিনি ছত্তীসগঢ়ে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদে কর্মরত। এসিবি সূত্রে খবর, রায়গড়ের এক ব্যক্তি জানান, তাঁর জমির একাংশ অধিগ্রহণ করে প্রকল্পের কাজে লাগাচ্ছে এনটিপিসি। পুনর্বাসনের টাকাও দিয়েছে এনটিপিসি। বাড়ি এবং জমির ক্ষতিপূরণ হিসাবে তাঁকে ১৪ লক্ষ টাকা দেওয়া হয়। তবে ১৬ লক্ষ টাকা এখনও বাকি।
ওই ব্যক্তির অভিযোগ, বকেয়া টাকার জন্য তিনি এনটিপিসি-র কার্যালয়ে যান। সেখানে গিয়ে দফতরের ডিজিএম দুবেকে গোটা ঘটনাটি জানিয়ে দ্রুত সেই টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার আর্জি জানান। কিন্তু অভিযোগ, ডিজিএম ওই ব্যক্তির কাছে পাঁচ লক্ষ টাকা ঘুষ চান। ওই টাকা দলেই তবে কাজ হবে বলে জানিয়ে দেন। এর পরই ওই ব্যক্তি দুর্নীতিদমন শাখার দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে এসিবি একটি দল গঠন করে স্টিং অপারেশন করেন। ঘুষের টাকা নেওয়ার সময় মঙ্গলবার ডিজিএমকে হাতেনাতে ধরা হয়। তাঁর কাছে থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে ডিজিএম দুবেকে।