Advertisement
E-Paper

‘নিজেদের মধ্যে আরও লড়াই করো’! দিল্লি ভোটে আপ-কংগ্রেসের ফল নিয়ে কটাক্ষ ‘ইন্ডিয়া’-সঙ্গী ওমরের

প্রচারে নেমে আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে লাগাতার কটাক্ষ করে গিয়েছেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী-সহ শীর্ষ নেতারা। কম যাননি কেজরীও।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৯
(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল। (মাঝে) ওমর আবদুল্লা। রাহুল গান্ধী (ডান দিকে)।

(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল। (মাঝে) ওমর আবদুল্লা। রাহুল গান্ধী (ডান দিকে)। — ফাইল চিত্র।

দিল্লি বিধানসভার ফলাফল স্পষ্ট হতেই ‘ইন্ডিয়া’ শরিকদের কটাক্ষের মুখে আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেস। বার বার তারা আঙুল তুলেছে জোটের অন্তর্ভুক্ত দুই দলের দ্বন্দ্বের দিকে। এ বার সমাজমাধ্যমে পোস্ট দিয়ে দুই দলের দ্বন্দ্বকে কটাক্ষ করলেন জম্মু ও কাশ্মীরে মুখ্যমন্ত্রী তথা জোটের সদস্য ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লা। তাঁর খোঁচা, ‘‘আরও নিজেদের মধ্যে লড়াই করো।’’

দিল্লিতে ৭০টি বিধানসভা আসনে এখন পর্যন্ত যা ফল, তাতে ৪৭টিতে জিতছে বিজেপি। ‘ইন্ডিয়া’ জোটের দুই শরিক দল আপ এবং কংগ্রেস দিল্লি নির্বাচনে একক ভাবেই লড়াই করেছে। আপের জিততে চলেছে ২৩টি আসনে। কংগ্রেস খাতাই খুলতে পারেনি। এই নিয়ে সমাজমাধ্যমে একটি জিফ পোস্ট করেছেন ওমর। সেই জিফে এক সাধুকে বলতে শোনা যাচ্ছে, ‘‘ইচ্ছা মতো লড়াই করো। একে অপরকে শেষ করে দাও।’’ সেই জিফের ক্যাপশনে ওমর নিজে লিখেছেন, ‘‘নিজেদের মধ্যে আরও লড়াই করো।’’

২০২৪ সালের লোকসভা নির্বাচনে হাত ধরে লড়াই করেছে আপ এবং কংগ্রেস। কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচনে আর সেই পথে হাঁটেনি দুই দল। প্রচারে নেমে আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে লাগাতার কটাক্ষ করে গিয়েছেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী-সহ শীর্ষ নেতারা। পাল্টা ‘ন্যাশনাল হেরাল্ড’ মামলা নিয়ে রাহুলকে আক্রমণ করেছেন কেজরী। ‘ইন্ডিয়া’-র জোটসঙ্গী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব প্রকাশ্যে আপ নেতা কেজরীর পাশে দাঁড়িয়েছেন। তাঁর হয়ে প্রচার করেছেন। জোট শরিক তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এনসিপির নেতা শরদ যাদব আপকে সমর্থন করলেও সরাসরি প্রচার করেননি। শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরেই একমাত্র নিরপেক্ষ ছিলেন এ বিষয়ে। দিল্লি ভোটের প্রচারে আপ এবং কংগ্রেসের লাগাতার পরস্পরকে কটাক্ষ করা নিয়ে আগেই সতর্ক করেছিলেন ওমর। তিনি বলেছিলেন, ‘‘আগেও বলেছি, আবার বলছি, ইন্ডিয়ার জোটশরিকদের এক সঙ্গে বসতে হবে, ভবিষ্যতের কৌশল নির্ধারণ করতে হবে। এ ভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলে তা দেশের জন্য ভাল হবে না।’’ এই প্রসঙ্গে লোকসভা ভোটের কথাও স্মরণ করিয়েছিলেন ওমর। তিনি বলেছিলেন, ‘‘আমরা পুরোপুরি সফল না হলেও সংসদে বিরোধী জোটকে অনেকটাই মজবুত করতে পেরেছি। এই পরিস্থিতিতে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলে তা ভাল হবে না।’’

যদিও ওমরের সতর্ক করার পরেও দিল্লি ভোটের প্রচারে একে অপরকে লক্ষ্য করে তোপ দাগতে ছাড়েনি আপ এবং কংগ্রেস। ‘ইন্ডিয়া’ জোটের অন্দরে গুঞ্জন, তার ফলই এখন ভুগছে দুই দল। এই পরিস্থিতিতে আবার কটাক্ষ করলেন ওমরও।

Arvind Kejriwal Rahul Gandhi Omar Abdullah India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy