বিভিন্ন টিভি চ্যানেল কাশ্মীরিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে বলে অভিযোগ তুললেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শুক্রবার তিনি বলেন, পহেলগামে হামলার ঘটনার সহমর্মিতায় এ দিন শ্রীনগরের জামিয়া মসজিদে ২ মিনিট নীরবতা পালন করা হয়েছে। ওমরের কথায়, ‘‘বিদ্বেষ ছড়ানো চ্যানেলগুলোর উদ্দেশে এটাই হল জবাব। কিন্তু ওরা তো এ সব সম্প্রচার করে না। কিছু চ্যানেলের সঞ্চালকেরা কাপুরুষ। তাঁরা সত্যের সঙ্গে থাকেন না। থাকলে তাঁরাও জামিয়া মসজিদে নীরবতা পালনের কথা নিজেদের চ্যানেলে দেখাতেন।’’
মঙ্গলবারের জঙ্গি হামলার পরে নানা রাজ্যে কাশ্মীরিরা আক্রান্ত হয়েছেন। ওমর জানান, জম্মু-কাশ্মীরের মন্ত্রীদের বিভিন্ন শহরে পাঠানো হয়েছে, যাতে তাঁরা সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে কাশ্মীরিদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ দেওয়া পহেলগামের ঘোড়াওয়ালা সৈয়দ আদিল হুসেন শাহকে কাশ্মীরের আতিথেয়তার প্রতিমূর্তি বলে অভিহিত করেন ওমর। বলেন, আদিলের পরিবারকে পুরস্কৃত করাটা তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে। কেন্দ্রের সিন্ধু জল চুক্তি স্থগিত করা প্রসঙ্গে ওমরের বক্তব্য, রাজ্য সরকারের অবস্থান থেকে তাঁরা কখনওই সিন্ধু জল চুক্তিকে সমর্থন করেননি। তাঁদের বিশ্বাস, এই নথিটি অন্যায্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)