Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কেন্দ্রকে চাপ দিন ওমর, দাবি হুরিয়তের

কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধান নিয়ে ওমর আবদুল্লাকে নিশানা করল হুরিয়ত কনফারেন্স। বিচ্ছিন্নতাবাদী হুরিয়তের এক মুখপাত্রের মতে, ওমর রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে অনেক কথা বলেছেন।

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৮
Share: Save:

কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধান নিয়ে ওমর আবদুল্লাকে নিশানা করল হুরিয়ত কনফারেন্স। বিচ্ছিন্নতাবাদী হুরিয়তের এক মুখপাত্রের মতে, ওমর রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে অনেক কথা বলেছেন। তাঁর উচিত এ নিয়ে ভারত সরকারকে আরও চাপ দেওয়া। দিল্লিকে তাদের অবস্থান বদলে বাধ্য করা। হুরিয়ত মুখপাত্রের মতে, ‘‘সেই চেষ্টা ব্যর্থ হলে ওমরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। মেহবুবা মুফতির দল পিডিপি-র প্রাক্তন সাংসদ তারিক কারা ইতিমধ্যেই ইস্তফা দিয়ে নজির তৈরি করেছেন।’’ হুরিয়তের যুক্তি, বিচ্ছিন্নতাবাদীরা কখনও কাশ্মীরে ক্ষমতাভোগ করেননি। কিন্তু ওমর, মেহবুবারা কাশ্মীর শাসন করেছেন। তাঁদের কাজকর্মের জন্যই ভূস্বর্গে এত রক্তপাত হচ্ছে। তাঁদের এর দায় নেওয়া উচিত। কাশ্মীরে অশান্তির আজ ৭৮তম দিন। এ দিন কার্ফু জারি করতে হয়েছে উত্তর কাশ্মীরের হান্দোয়ারায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Omar Abdullah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE