সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে কৃত্রিম মেধা বা এআই সৃষ্ট বেশ কিছু ভিডিয়ো হইচই ফেলেছে। তার মধ্যে কিছু ভিডিয়ো নেটাগরিকদের যেমন আতঙ্কিত করেছে, তেমনই আবার বিস্মিতও করেছে কিছু ভিডিয়ো। আলোড়ন ফেলেছে। সে রকমই আরও একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনে সফর করছেন বেশ কয়েক জন যাত্রী। তাদের মধ্যে এক জন বালকও রয়েছে। আসনে বসে ঘুমিয়ে পড়েছে সে। এমন সময় হঠাৎ করে ট্রেনের বাঙ্কার থেকে একটি মস্ত অজগর এসে তার গায়ে পড়ে। হইচই পড়ে যায় বাকি যাত্রীদের মধ্যে। সেই ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমে আলোড়ন তোলার পরে যাচাই করে দেখা যায় সেটি ভুয়ো। এর পরেই আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে নেটমাধ্যম জুড়ে। কৃত্রিম মেধার অপব্যবহার নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত ট্রেনের মধ্যে আসনে বসে ঘুমোচ্ছে এক বালক। ঠিক তার পাশেই বসে রয়েছেন এক মহিলা। তাঁদের মাথার উপরে বাঙ্কার। সেখানে যাত্রীদের মালপত্র রাখা। এমন সময় হঠাৎই ওই মালপত্রের ভিতর থেকে উঁকি মারতে দেখা যায় একটি অজগরকে। অতিকায় সাপটি এর পর ধীরে ধীরে নীচের দিকে নামতে থাকে। এর পর ওই বালকের একদম সামনে হুড়মুড়িয়ে পড়ে যায় সাপটি। সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় যাত্রীদের মধ্যে। মহিলা এবং বালক চিৎকার করে ওঠে। তড়িঘড়ি পালোনোর চেষ্টা করে। ট্রেন জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘তালিব শেখ এক্স’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, ঘটনাটি মধ্যপ্রদেশের। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এর পর সেই ভিডিয়োর সত্যতা প্রকাশ্যে আসে। দেখা যায় ভিডিয়োটি কৃত্রিম মেধার সাহায্যে তৈরি। আদপে এই ধরনের কোনও ঘটনা ঘটেইনি।
আরও পড়ুন:
এর পর আবার নতুন করে হইচই পড়ে নেটমাধ্যম জুড়ে। এ ভাবে ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার জন্য নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এই ধরনের ভিডিয়োর প্ররোচনায় পা দেবেন না। এগুলো মিথ্যা খবর ছড়ানো হয়। খুবই বিপজ্জনক বিষয়। দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কৃত্রিম মেধা দিয়ে তৈরি ভিডিয়ো দেখতে দেখতে বিরক্ত। এই ধরনের ভিডিয়ো দেখে কেউ শেয়ার করবেন না। আগে সত্যতা যাচাই করুন।’’