Advertisement
E-Paper

তিন দিন ধরে অচল ওড়িশা, পরিবহণ ধর্মঘটে থমকে রয়েছে বাস, ট্রাক, ট্যাক্সি!

মঙ্গলবার থেকে চালকদের সংগঠনের ডাকে ধর্মঘট শুরু হয় ওড়িশায়। ফলে সে রাজ্যের নানা প্রান্তে থমকে যায় বাস, ট্রাক এমন ট্যাক্সির চাকাও। এর ফলে ভোগান্তির শিকার যাত্রীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৬:৪৬
On day three of Odisha drivers’ strike, supply of essential commodities hit

ধর্মঘটের জেরে ভোগান্তির শিকার যাত্রীরা। ছবি: পিটিআই।

টানা তিন দিন ধরে পরিবহণ ধর্মঘট চলছে ওড়িশায়। একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল সে রাজ্যের বেসরকারি যানবাহনের চালকদের সংগঠন ‘ওড়িশা ড্রাইভার্স মহাসঙ্ঘ’। এই সংগঠনের আওতায় রাজ্যের প্রায় ৪ লক্ষ চালক আছেন। মঙ্গলবার থেকে এই সংগঠনটির ডাকে ধর্মঘট শুরু হয়। ওড়িশার নানা প্রান্তে থমকে যায় বাস, ট্রাক এমন ট্যাক্সির চাকাও। এর ফলে ভোগান্তির শিকার যাত্রীরা। তা ছাড়া ট্রাক চলাচল বন্ধ হওয়ায় পণ্য পরিবহণও ক্ষতিগ্রস্ত হচ্ছে সে রাজ্যে।

মাঝরাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে তেলের ট্যাঙ্কারগুলি। ফলে তেল ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় পেট্রল পাম্পগুলির সামনে দেখা যাচ্ছে লম্বা লাইন।

চালকদের সংগঠন সরকারের কাছে একাধিক দাবি জানিয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চালকদের ভবিষ্যৎ সুরক্ষায় একটি সরকারি তহবিল গঠন, ৬০ বছর বয়স হলে পেনশন প্রদান, জনরোষ থেকে চালকদের রক্ষা করতে তাঁদের আইনি সহায়তা জোগানো, ১০০ কিলোমিটার অন্তর একটি করে পার্কিং লট এবং চালকদের বিশ্রামকক্ষ তৈরি করা।

ওড়িশার পরিবহণমন্ত্রী বিভূতি জেনা ইতিমধ্যেই চালকদের সংগঠনের সঙ্গে কথা বলেছেন। ধর্মঘটীদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পাশাপাশি জনস্বার্থে ধর্মঘট তুলে নেওয়ার আহ্বানও জানান তিনি। তবে চালকদের সংগঠনদের দাবি, লিখিত আশ্বাস দিতে হবে সরকারকে। না হলে মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে প্রকাশ্যে দাবি মেনে নেওয়ার কথা ঘোষণা করতে হবে।

transportation problem Odisha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy