স্বামীর সঙ্গে তুমুল ঝামেলা, তর্কাতর্কি। সেই ঝামেলা থামাতে এসে দাম চোকাতে হল ওই মহিলার দেওর ও জাকে! অভিযোগ, ঝগড়ার মাঝে মহিলার ছোড়া ত্রিশূলে আহত হয় তাঁর দেওরের ছোট্ট পুত্র। ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির!
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অহমদনগরে। পুণে থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অহমদনগর জেলার কেদগাঁওয়ের এক কলোনিতে থাকতেন অভিযুক্ত দম্পতি সচিন মেঙ্গওয়াডে এবং পল্লবী। বৃহস্পতিবার কোনও এক কারণে তাঁদের অশান্তি শুরু হয়। ক্রমশ সেই অশান্তি চরমে ওঠে। সেই অশান্তি থামাতে ছুটে আসেন সচিনের ভাই নিতিন এবং তাঁর স্ত্রী ভাগ্যশ্রী। কিন্তু দু’জনকে কিছুতেই বাগে আনতে পারছিলেন না নিতিনেরা। পুলিশ সূত্রে খবর, আচমকাই একটি ত্রিশূল তুলে নিতিনের দিকে ছুড়ে মারেন পল্লবী। তবে তা গায়ে লাগার আগেই মাথা সরিয়ে নেন নিতিন। তিনি জানতেন না পিছনে রয়েছে তাঁর ১১ মাসের পুত্র অবধুত। ওই ত্রিশূল সোজা গিয়ে লাগে তার মাথায়। ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির।
আরও পড়ুন:
স্থানীয় পুলিশ আধিকারিক নারায়ণ দেশমুখকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সচিন, পল্লবী এবং নিতিনকে আটক করেছে পুলিশ।