জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ করাতে গিয়ে ধরা পড়লেন এক পাকিস্তানি নাগরিক। ধৃত মহম্মদ আরিফ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন পুঞ্চ এবং রাজৌরি জেলার সীমানা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। অভিযোগ, ভারতে অনুপ্রবেশকারী জঙ্গিদের পথ চিনিয়ে নিয়ে আসতেন আরিফ। পিটিআই জানিয়েছে, ধৃত জেরায় স্বীকার করেছেন পাকিস্তানি সেনার নির্দেশেই কাজ করতেন তিনি। তাঁকে জেরা করে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চল দিয়ে রবিবারও একদল জঙ্গিকে ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছিলেন আরিফ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জইশ-এ-মহম্মদ (জেইএম) জঙ্গিগোষ্ঠীর চার জন জঙ্গিকে নিয়ে ভারতে প্রবেশ করছিলেন অভিযুক্ত। সেই সময়েই সেনা জওয়ানদের হাতে ধরা পড়ে যান আরিফ। সেনা আধিকারিকেরা জানিয়েছেন, তাঁর সঙ্গে থাকা জঙ্গিরা পাহাড়ের একটি উঁচু ঢাল থেকে ঝাঁপ দিয়ে পাকিস্তানের দিকে পালিয়ে যায়।
আরিফের থেকে ইতিমধ্যে একটি মোবাইল এবং কিছু নগদ অর্থ পাওয়া গিয়েছে। পিটিআই জানিয়েছে, জেরায় ধৃত স্বীকার করেছেন, তিনি পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। এলাকার ভৌগোলিক প্রকৃতির বিষয়েও তিনি যথেষ্ট অবগত। জঙ্গিদের ভারতে অনুপ্রবেশে সাহায্য করার জন্য পাকিস্তানি সেনার হয়ে তিনি কাজ করতেন বলে জেরায় দাবি করেছেন ধৃত তরুণ।
আরও পড়ুন:
সেনা সূত্রে খবর, আরিফের সঙ্গে থাকা ওই চার জঙ্গি লাফিয়ে ‘নো ম্যান্স ল্যান্ড’-এর দিকে চলে গিয়েছিলেন। তা ছাড়া কাছেই পাকিস্তানি ফৌজ়ের সীমান্তচৌকি থাকার কারণে জঙ্গিদের দিকে গুলি চালানো সম্ভব হয়নি। তবে ওই সূত্র জানিয়েছে, ওই এলাকায় ড্রোন ক্যামেরার ফুটেজে রক্তের ছোপ দেখা গিয়েছে। যা থেকে অনুমান করা হচ্ছে, জঙ্গিরা উঁচু জায়গা থেকে ঝাঁপ দেওয়ার পরে জখম হয়েছেন।