সমাজমাধ্যমে বন্ধুত্ব পাতিয়ে এক নাবালিকার থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের লখনউয়ের ওই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সমাজমাধ্যমে আলাপ হওয়ার পরে কিশোরীকে মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থা করারও অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, ইনস্টাগ্রামে একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছিলেন অভিযুক্ত যুবক। ‘ইট্স জ়োয়া’ নামে ইনস্টাগ্রামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। ওই সমাজমাধ্যম হ্যান্ডল থেকেই নাবালিকার সঙ্গে আলাপ জমান যুবক। অভিযোগ, বন্ধুত্ব হওয়ার পরে নাবালিকাকে মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থা করতেন অভিযুক্ত।
এর পরে হুমকি দিয়ে কিশোরীর থেকে প্রায় ৪৫-৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন অভিযুক্ত। নাবালিকা কী ভাবে ওই টাকা জোগাড় করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। এর পরে আরও টাকা দাবি করতে থাকেন অভিযুক্ত। ৫০ হাজার টাকা, গয়না এবং একটি বাইক চেয়েছিলেন তিনি। সেই দাবি পূরণ না-হওয়ায় সটান কিশোরীর বা়ড়িতেই পৌঁছে যান অভিযুক্ত। সেই সময়েই অভিযুক্ত ধরা পড়ে যান।
আরও পড়ুন:
পুলিশের ওই সূত্র জানিয়েছে, অভিযুক্ত যুবকের দাবি বৃদ্ধি পেতে থাকায় বাড়িতে নিজের দিদিকে ঘটনার কথা জানিয়েছিল কিশোরী। পরে হুমকির বিষয়ে বাবা-মাকেও জানায় সে। পুলিশ সূত্রে খবর, কিশোরীর বাবা এবং ভাইকে খুনেরও হুমকি দিয়েছিলেন অভিযুক্ত। গত শুক্রবার অভিযুক্ত কিশোরীর বাড়ি যাওয়ার পরে ধরা পড়ে যান তিনি। কিশোরীর পরিবারের সদস্যেরাই অভিযুক্তকে ধরে থানায় খবর দেন। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে।