Advertisement
০৩ মে ২০২৪
Heroin

মোজার ভিতরে হেরোইন! পঞ্জাব সীমান্তে গমের ক্ষেত থেকে মাদক উদ্ধার

বিএসএফ সূত্রে দাবি, সীমান্ত এলাকায় টহল দিতে গিয়ে মোজায় মোড়ানো প্যাকেট দেখে তাঁদের সন্দেহ হয়।

heroin found in sock

পঞ্জাব সীমান্তের নিকটবর্তী একটি গমের ক্ষেতের ভিতর মোজায় মোড়া প্যাকেট লক্ষ করেন বিএসএফ-এর জওয়ানরা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
অমৃতসর শেষ আপডেট: ০১ মে ২০২৩ ০৯:১৭
Share: Save:

আবার পঞ্জাব সীমান্ত এলাকায় মাদক উদ্ধার। একটি গমের ক্ষেত থেকে এক কিলোগ্রাম ওজনের হেরোইন পাওয়া গিয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। এই ঘটনাটি রবিবার পঞ্জাবের ফিরোজপুর জেলার কিলচে গ্রামে ঘটেছে।

প্রতি দিন নিয়ম মতো সীমান্ত বরাবর টহল দিচ্ছিলেন বিএসএফ-এর জওয়ানরা। হঠাৎ পঞ্জাব সীমান্তের নিকটবর্তী একটি গমের ক্ষেতের ভিতর মোজায় মোড়া প্যাকেট লক্ষ করেন তাঁরা। সন্দেহ হওয়ায় পর্যবেক্ষণ করে দেখেন যে মোজার ভিতরে আসলে ভরা রয়েছে মাদক।

বিএসএফ সূত্রে দাবি, সীমান্ত এলাকায় টহল দিতে গিয়ে মোজায় মোড়ানো প্যাকেট দেখে তাঁদের সন্দেহ হয়। পরে মোজার ভিতর থেকে উদ্ধার হয় মাদক ভরা প্যাকেট। ওজন করে দেখা গিয়েছে যে, প্যাকেটের ভিতর এক কিলোগ্রাম ওজনের হেরোইন ছিল।

বিএসএফ-এর জওয়ানরা জানিয়েছেন যে, এই মাদক কোথা থেকে এসেছে সে বিষয়ে কোনও তথ্য এখনও তাঁরা পাননি। তবে পাচারের জন্যই যে মোজায় ভরা হয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Heroin Punjab BSF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE