Advertisement
১৬ জুন ২০২৪
National news

আপনার জন্য ফ্লাইট লেট? খেসারত এ বার সর্বাধিক ১৫ লক্ষ টাকা

কারও জন্য বিমান উড়তে দেরি হলেই এ বার থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নেবে এয়ার ইন্ডিয়া। যাত্রীদের সুরক্ষা দিতে এবং ‘অবাধ্য’ ও ‘উচ্ছৃঙ্খল’ যাত্রীদের উপরে রাশ টানতে এমন সিদ্ধান্তই নিল এয়ার ইন্ডিয়া। খুব তাড়াতাড়ি তা কার্যকর হতে চলেছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ১৯:৫৬
Share: Save:

কারও জন্য বিমান উড়তে দেরি হলেই এ বার থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নেবে এয়ার ইন্ডিয়া। যাত্রীদের সুরক্ষা দিতে এবং ‘অবাধ্য’ ও ‘উচ্ছৃঙ্খল’ যাত্রীদের উপরে রাশ টানতে এমন সিদ্ধান্তই নিল এয়ার ইন্ডিয়া। খুব তাড়াতাড়ি তা কার্যকর হতে চলেছে।

সম্প্রতি বিমানে বিজনেস ক্লাসে বসার সিট নিয়ে বচসার জেরে এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে চপ্পল দিয়ে পিটিয়েছিলেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। এয়ার ইন্ডিয়া যাত্রী তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়ে দেয়। কিন্তু পরে অসামরিক বিমানমন্ত্রীর নির্দেশে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হয় এয়ার ইন্ডিয়াকে। তার কয়েক দিন পরেই আবার বিমান ছাড়ার মুহূর্তে তৃণমূল সাংসদ দোলা সেন বিমানকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাতেও বিমান উড়তে বেশ কিছুটা সময় দেরি হয়। বার বার এই ঘটনায় অন্য যাত্রীরা ভুক্তভোগী হন। সে সব কথা মাথায় রেখেই বিমান সংস্থার এই সিদ্ধান্ত বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে।

আরও পড়ুন: আচমকা আঘাতই পছন্দ করেন ট্রাম্প: মার্কিন বার্তা কিমকে

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, বিমান উড়তে এক ঘণ্টা পর্যন্ত দেরি হলে দায়ী ব্যক্তিকে ৫ লক্ষ টাকা, এক ঘণ্টা থেকে ২ ঘণ্টা পর্যন্ত দেরি হলে ১০ লক্ষ টাকা এবং ২ ঘণ্টার বেশি দেরি হলে ১৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও জানানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Air India Flight Fine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE