সিআরপিএফ ও পুলিশের সঙ্গে সংর্ঘষে মৃত্যু হয়েছে আলোচনা বিরোধী এনডিএফবি (সংবিজিত) গোষ্ঠীর এক সন্দেহভাজন জঙ্গির। উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। মৃত ওই জঙ্গি সংগঠনের স্বঘোষিত কমান্ডার ছিলেন। রবিবার সকাল ৯টা নাগাদ কোকরাঝাড় জেলার গোসাইগাঁও থানার চরাইবিল জঙ্গল লাগোয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে মৃত ওই এনডিএফবি জঙ্গির নাম, দাদা বসুমাতারি (২৮) ওরফে খাম্ফা ওরফে লেডার। তাঁর বাড়ি কোকরাঝাড় জেলার কচুগাঁও থানার রূপনাথপুর গ্রামে। মৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৯ একটি ৭.৬৫ মিলিমিটার বোরের পিস্তল, ২টি চাইনিজ গ্রেনেড, ১টি ম্যাগাজিন, বেশ কিছু তাজা গুলি ও নথিপত্র।