জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন ভারতীয় সেনার এক জওয়ান। রবিবার রাতে জঙ্গিদের ছোড়া গ্রেনেডের স্প্লিন্টারে জখম হন গজেন্দ্র সিংহ নামে ওই জওয়ান। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সোমবার সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
রবিবার দুপুর থেকে কিশ্তওয়ারের পাহাড়ি জঙ্গলে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে ভারতীয় সেনা। কিশ্তওয়ারের সিংপোরা এলাকায় সোনার গ্রামে জঙ্গলের মধ্যে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে বলে রবিবার খবর পায় সেনা। ওই তথ্যের ভিত্তিতে অভিযানে নামে সেনার হোয়াইট নাইট্স কর্প্স। শুরু হয় ‘অপারেশন ত্রাশি-ওয়ান’। রবিবার রাত পর্যন্ত দফায় দফায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে ভারতীয় সেনার। ওই অভিযানে জখম হন আট জওয়ান। তাঁদের মধ্যে ছিলেন প্যারাট্রুপার গজেন্দ্রও।
জঙ্গলের মধ্যে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-এ-মহম্মদের দুই-তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ওই জঙ্গিদের খোঁজে এখনও চলছে তল্লাশি অভিযান। পাহাড়ের যে এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, সেই অঞ্চলটি গভীর জঙ্গলে ঢাকা। ওই এলাকায় পাহাড়ের ঢালও যথেষ্ট খাড়া। রাতের অন্ধকারে দৃশ্যমানতাও কমে আসে। এই প্রতিকূল পরিস্থিতির কারণে রবিবার বেশি রাতের দিকে অভিযান স্থগিত রাখা হয়। পরে সোমবার সকাল থেকে ফের জঙ্গিদের খোঁজে অভিযান শুরু করে ভারতীয় সেনা। তবে দ্বিতীয় দিনে নতুন করে গুলির লড়াইয়ের কোনও খবর মেলেনি।
আরও পড়ুন:
ছোট ছোট দলে ভাগ হয়ে জঙ্গলের ভিতরে জঙ্গিদের খোঁজ শুরু করেছে সেনা। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। আরও বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। সেনা জওয়ানদের সঙ্গে অভিযানে নেমেছে আধাসেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশও।