‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর প্রথম ‘মন কী বাত’ সম্প্রচার হল রবিবার। সেই অনুষ্ঠানে পহেলগাঁও কাণ্ডের পর ভারতের প্রত্যাঘাত হিসাবে ‘সিঁদুর’ অভিযানে দেশীয় অস্ত্রের ব্যবহারের কথা বলতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি জোর দিয়ে বলেন, ‘‘ভারতের তৈরি অস্ত্র, কৌশল এবং প্রযুক্তি ব্যবহার করেই সাফল্য এসেছে।’’
সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের দমনে গোটা ভারত অঙ্গীকারবদ্ধ, আবার এক বার সেই কথাই মনে করিয়ে দিলেন মোদী। তাঁর কথায়, ‘‘আমাদের বাহিনী নির্ভুল ভাবে সীমান্তের ও পারে থাকা জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে। এই অভিযান শুধু একটি সামরিক অভিযান ছিল না। বরং আমাদের সংকল্প, সাহস এবং পরিবর্তনশীল ভারতের এক ঐক্যবদ্ধ ছবি ছিল। এই ছবি সমগ্র ভারতবাসীর দেশপ্রেমের অনুভূতিকে তিরঙ্গার রঙে রাঙিয়েছে।’’
অভিযান ‘সিঁদুর’-এ ভারতীয় অস্ত্র এবং সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘দেশীয় অস্ত্রে সাফল্য এসেছে, যা আমাদের সকলকে গর্বিত করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে সমগ্র দেশকে। অপারেশন সিঁদুর পাল্টে যাওয়া ভারতের ছবি।’’ সেই বিষয়টিকে সামনে রেখেই দেশীয় পণ্যের ব্যবহারের উপর জোর দেন মোদী। তিনি আরও বলেন, ‘‘বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক নতুন আত্মবিশ্বাস সঞ্চার করেছে।’’
আরও পড়ুন:
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অন্তত ন’টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। সেই ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। শুরু হয় গোলাবর্ষণ। বর্তমানে সীমান্তে ‘সংঘর্ষবিরতি’ চলছে। ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে কী কী ধ্বংস হয়েছে, তার উপগ্রহ ছবি ‘মন কী বাত’ অনুষ্ঠানে দেখান মোদী। তাঁর কথায়, ‘‘ভারতীয় সেনার নিখুঁত হামলায় ধ্বংস হয়েছে শত্রুদের ঘাঁটি।’’