সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। সোমবার সংসদ চত্বরে সংবাদমাধ্যমের সামনে এই অধিবেশনের সম্ভাব্য আলোচ্যসূচি নিয়ে একটা ইঙ্গিত দিয়ে রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে পহেলগাঁও কাণ্ডের পর সংসদের এই প্রথম অধিবেশনে অপারেশন সিঁদুর, ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি এবং বিহারের বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে সরকারের উপর চাপ বৃদ্ধির কৌশল নিয়েছে বিরোধী দলগুলি।
সংসদের অধিবেশন শুরুর আগে প্রথা মেনেই রবিবার সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। বৈঠকে যোগ দেন ৫৪টি দলের প্রতিনিধিরা। সূত্রের খবর, সেখানে কয়েকটি বিরোধী দলের সদস্যেরা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সবিস্তার আলোচনা এবং বিতর্কের দাবি জানান। শাসকজোট এনডিএ-র শরিক দলের কয়েক জন সাংসদও এই প্রস্তাবকে সমর্থন করেন বলে ওই সূত্রের খবর। ওই সূত্র মারফত জানা যায়, বিহারে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সমীক্ষা এবং ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়েও সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করতে চাইছে বিরোধী দলগুলি।
আরও পড়ুন:
রবিবার সর্বদল বৈঠকের পরেই কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু বলেছিলেন, “আমরা পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলা এবং অপারেশন সিঁদুরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করতে রাজি। সরকার কখনও এই বিষয়গুলি নিয়ে আলোচনায় নীরব থাকবে না।” ট্রাম্পের দাবির বিষয়েও সরকার সংসদে উপযুক্ত জবাব দেবে বলে আশ্বস্ত করেন রিজিজু। তবে কেন্দ্রের একটি সূত্রের খবর, সংসদে প্রধানমন্ত্রী মোদী অপারেশন সিঁদুর বা পহেলগাঁও কাণ্ড নিয়ে সরাসরি মুখ না-ও খুলতে পারেন। সে ক্ষেত্রে সরকারের তরফে বিরোধীদের জবাব দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সরকারের বক্তব্যে সেনাবাহিনীর সাফল্যের বিষয়টি গুরুত্ব পাবে বলে ওই সূত্রের দাবি।