পদ্ম সম্মানে ‘নাম বিভ্রাট’ ঘিরে জটিলতা! তা নিয়ে বিতর্কের জল গড়াল আদালতে। বিতর্ক দানা বেঁধেছে ২০২৩ সালের পদ্ম সম্মান প্রাপকদের নামের তালিকা ঘিরে। সরকারি তথ্য অনুসারে, ওই বছরে সাহিত্য এবং শিক্ষায় অবদানের জন্য পদ্মশ্রী দেওয়া হয়েছে অন্তর্যামী মিশ্রকে। কিন্তু কে এই অন্তর্যামী? অভিযোগ উঠছে একই নামে অন্য কেউ নাকি পদ্ম সম্মান গ্রহণ করেছেন রাষ্ট্রপতির থেকে।
সম্প্রতি ওড়িশা হাই কোর্টে মামলা করেছেন অন্তর্যামী মিশ্র নামে এক চিকিৎসক। চিকিৎসকের দাবি, ২০২৩ সালে যে অন্তর্যামী পদ্মশ্রী পেয়েছেন, তাঁর ওই পুরস্কারের উপর কোনও অধিকার নেই। চিকিৎসকই নাকি ওই বছরের পদ্মশ্রীর দাবিদার! কিন্তু অন্তর্যামীকে পুরস্কার তো দেওয়া হয়েছে সাহিত্য এবং শিক্ষায় অবদানের জন্য। কিন্তু এই অন্তর্যামী তো পেশায় চিকিৎসক! হাই কোর্টে দায়ের করা মামলায় তাঁর বক্তব্য, ওড়িয়া এবং অন্য ভারতীয় ভাষায় তাঁর ২৯টি বই রয়েছে। ওই বইগুলির জন্যই পদ্মশ্রী প্রাপকদের তালিকায় তাঁর নাম উঠে এসেছে। অন্য দিকে, যিনি পুরস্কার পেয়েছেন, তাঁর নামে কোনও বই নেই বলেও দাবি চিকিৎসকের।
আরও পড়ুন:
ঠিক কী ঘটেছে, তা জানার জন্য কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়েছে ওড়িশা হাই কোর্ট। নোটিস পাঠানো হয়েছে দুই দাবিদারকেও। সব পক্ষকে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট প্রতিটি পক্ষকে আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। হাই কোর্টের বিচারপতি এসকে পাণিগ্রাহী জানান, এই বিষয়গুলি সরকার খুব কঠোর ভাবে যাচাই করে। তবে এ ক্ষেত্রে দু’জনেরই নাম একই হওয়ার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে।