Advertisement
E-Paper

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে’! দিল্লির ৫০টির বেশি স্কুলে গেল হুমকি ইমেল, আতঙ্কিত পড়ুয়ারা

পুলিশ সূত্রে খবর, কোনও স্কুলে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। তবে ইমেলগুলি ‘ভুয়ো’, সেই দাবি এখনই করতে নারাজ পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১১:০৭
Over 50 Delhi schools got bomb attack email on Wednesday

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার দিল্লির স্কুলে বোমাতঙ্ক ছড়াল। বুধবার সকালে রাজধানীর ৫০টির বেশি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে বলে খবর। তবে কোন কোন স্কুলে এই হুমকি-বার্তা গিয়েছে, তা এখনও পুলিশের তরফে স্পষ্ট করা হয়নি। খবর পাওয়ামাত্রই স্কুলগুলিতে পৌঁছেছে পুলিশ। রয়েছে বম্ব স্কোয়াডও।

দিন দুয়েক আগে দিল্লির ৩২টি স্কুলে একসঙ্গে হুমকি ইমেল পাঠানো হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এ বার ৫০টির বেশি স্কুল বোমা হামলার হুমকি পেল। হুমকি ইমেল নজরে আসার সঙ্গে সঙ্গেই স্কুলগুলি খালি করে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি অভিযান। দিল্লির এক পুলিশ কর্তা জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই স্কুল খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, কোনও স্কুলে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। তবে ইমেলগুলি ‘ভুয়ো’, সেই দাবি এখনই করতে নারাজ পুলিশ। কে বা কারা এই ইমেল করল, তা এখনও জানা যায়নি। পুলিশের মতে, বোমাতঙ্ক কাটার পর বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। কোন আইডি থেকে ইমেল পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

সোমবার দিল্লির ৩২টি স্কুলে হুমকি-ইমেলের প্রেরক ছিল ‘দ্য টেরবাইজার্স ১১১’ নামে একটি গ্রুপ। তারা হুমকি ইমেলের সঙ্গে ক্রিপ্টোকারেন্সিতে পাঁচ হাজার ডলার দাবিও করেছিল। বলা হয়েছিল, যদি দাবি পূরণ না হয় তবে স্কুলগুলিতে বোমা রাখা হবে। একই সঙ্গে স্কুলের আইটি সিস্টেম হ্যাক করারও হুমকি দেওয়া হয়। বুধবার একই প্রেরকের থেকে ইমেল পাঠানো হয়েছে কি না, সেই ব্যাপারে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

দিল্লির স্কুলে বোমা-হুমকির ইমেল পাঠানোর ঘটনা নতুন নয়। এর আগেও বেশ কয়েক বার এমন হুমকি ইমেল পাঠানো হয় দিল্লির বিভিন্ন স্কুলে। গত বছরের মে মাসে প্রায় ৩০০টি স্কুল বোমা-হুমকির ইমেল পেয়েছিল। সম্প্রতি, জুলাই মাসে রাজধানীতে টানা তিন দিন ধরে আটটি বোমা হামলার হুমকির খবর মিলেছিল। তবে প্রায় ক্ষেত্রেই ভুয়ো হুমকি বলে জানা যায়।

Bomb Threat Delhi Bomb Threat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy