Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Covid

Covid 19: করোনার প্রতিষেধকের জন্য ৯০০ কোটিরও বেশি টাকা খরচ করেছে অর্থমন্ত্রক!

‘মিশন কোভিড সুরক্ষা’র আওতায় বিপুল অর্থব্যয়ে টিকা তৈরি করা হয়েছে। দাবি করলেন অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের অতিরিক্ত সচিব সাজ্জনকুমার যাদব।

করোনা টিকার জন্য বিপুল টাকা দিয়েছে অর্থ মন্ত্রক, দাবি এক আধিকারিকের।

করোনা টিকার জন্য বিপুল টাকা দিয়েছে অর্থ মন্ত্রক, দাবি এক আধিকারিকের। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১১:২২
Share: Save:

করোনা কালে প্রতিষেধক তৈরিতে ৯০০ কোটিরও বেশি টাকা খরচ করেছে ভারতীয় অর্থ মন্ত্রক। ‘মিশন কোভিড সুরক্ষা’র আওতায় এই বিপুল অর্থব্যয়ে টিকা তৈরি করা হয়েছে। যার ফল স্বরূপ টিকা উৎপাদনে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। এমনই দাবি করলেন অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের অতিরিক্ত সচিব সাজ্জনকুমার যাদব।

‘ইন্ডিয়াজ ভ্যাকসিন গ্রোথ স্টোরি— ফ্রম কাউপক্স টু ভ্যাকসিন মৈত্রী’ নামে সাজ্জনকুমারের এই বই বুধবার প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বই প্রকাশ উপলক্ষে এএনআই-কে সাজ্জন বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনা টিকা তৈরিতে বিরাট ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ‘মিশন কোভিড সুরক্ষা’ অনুমোদন করেছে মন্ত্রক, যেখানে প্রতিষেধক উৎপাদনে ৯০০ কোটিরও বেশি টাকা খরচ করা হয়েছে।’’

প্রতিটি টিকা তৈরির নেপথ্য কাহিনি সকলের জানা উচিত। সে কারণেই তাঁর এই বই বলে জানিয়েছেন ওই আইএএস আধিকারিক। তাঁর কথায়, ‘‘সকলে জানেন টিকা আমাদের কতটা সুরক্ষিত করে। কিন্তু প্রতিটি টিকার নেপথ্য কাহিনিও শোনানো উচিত।’’

টিকা উৎপাদনে বিশ্বে ভারতের ভূমিকার কথা তুলে ধরে সাজ্জন বলেছেন, ‘‘গো-বসন্তের টিকা প্রথম শুরু হয়েছিল। প্রথমে ইংল্যান্ড থেকে টিকা আসত। কিন্তু মাত্র কয়েক বছরে সরকারের ভাল নীতিতে ভারত বড় প্রতিষেধক নির্মাতা হয়েছে। বিশ্বে তিন শিশুর মধ্যে দু’জনই ভারতে তৈরি টিকা নিয়েছে। লকডাউনের সময় প্রতিষেধকের ক্ষেত্রে গোটা বিশ্বের আশা ছিল ভারত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Covid covid 19 india Covid 19 Vaccine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE